ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
রাস্তার পাশে বাচ্চা মহিলা সহ একদল লোক বসে আছে। সেই অবস্থাতেই তাদের উপর ছড়ান হচ্ছে জীবাণুনাশক স্প্রে। যে স্বাস্থ্যকর্মীরা জীবাণুনাশক স্প্রে ছড়াচ্ছেন তারা পরে আছেন প্রোটেকটিভ গিয়ার । কেউ রুমালে মুখ ঢাকছে, কেউ আবার হাত দিয়ে বাচ্চাদের চোখ ঢাকছে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের রায়বেরেলি।এই ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়ে যায়।
#Watch: #Bareilly cops spraying chemicals on migrants#lockdown #CoronaLockdown #COVID2019 pic.twitter.com/4uDs8LYYx5
— IANS Tweets (@ians_india) March 30, 2020
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থা সারাদেশ এমনকি সুপ্রিম কোর্টেরও নজর এড়ায়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিযায়ী শ্রমিকদের উপর এমন জীবানুনাশক স্প্রে ছড়ানোর পর উত্তর প্রদেশে প্রশাসন সাফাই দিয়েছে যে জীবাণুমুক্ত করতেই তারা এই ব্যবস্থা করেছে। যদিও দেশব্যাপী যোগী সরকারের এহেন ‘অমানবিক’ আচরণে নিন্দার ঝড় উঠছে।
জানা গেছে দিল্লি, হরিয়ানা, নয়ডা থেকে বাড়ি ফেরার পথে রায়বেরেলির কাছে এক চেক পয়েন্টে এই পরিযায়ী শ্রমিকদের আটকে এই স্প্রে করা হয়। বাস থেকে নামতেই বাড়ি ফিরতে দেওয়া হয়নি তাদের। রাস্তার ধারে বসিয়ে মহিলা বাচ্চা সমেত সবার উপরেই শুরু করা হয় স্প্রে।
इस वीडियो की पड़ताल की गई, प्रभावित लोगों का सीएमओ के निर्देशन में उपचार किया जा रहा है। बरेली नगर निगम एवं फायर ब्रिगेड की टीम को बसों को सैनेटाइज़ करने के निर्देश थे, पर अति सक्रियता के चलते उन्होंने ऐसा कर दिया। सम्बंधित के विरुद्ध कार्रवाई के निर्देश दिए गए हैं। https://t.co/y8TmuCNyu5
— District Magistrate (@dmbareilly) March 30, 2020
স্বাস্থ্য দপ্তরের কর্মী ও পুলিশ প্রশাসনের সামনে এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এক পুলিশকে বলতে শোনা যায়, “চোখ বন্ধ করে নাও, বাচ্চাদের চোখ ঢেকে দাও।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় শুরু করে অনেকের জিজ্ঞাসা,’ গরিব শ্রমিক বলেই কি তাদের উপর এরকম অমানবিক আচরণ? বিদেশ থেকে আসা কারুর উপর তো এরকম স্প্রে করা হয়েছে শুনিনি?’
তাছাড়াও উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাস ভাড়া নিয়ে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার পথে বাস ভাড়ায় পাশের রাজ্য গুলো ছাড় দিলেও উত্তরপ্রদেশ সরকার মানবিকতা না দেখিয়ে ভাড়া নিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584