রায়গঞ্জে জুনিয়ার দাবা প্রতিযোগিতায় প্রথম ধ্রুব

0
109

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গনে উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার উদ্যোগে জুনিয়ার দাবা প্রতিযোগিতায় ধ্রুব সার্দা চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে।

chess competition in Raiganj
নিজস্ব চিত্র

রানার্সের গৌরব অর্জন করে রাজ ঘোষ।রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার পক্ষ থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মৃত্যুঞ্জয় দাস।উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সম্পাদক সুব্রত সরকার জানান, তাদের দাবা সংস্থা বিভিন্ন মনীষীর স্মরনে প্রতিমাসে একটি করে দাবা প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

chess competition in Raiganj
কচিকাঁচা দাবাড়ু। নিজস্ব চিত্র

এর ফলে দাবা খেলার প্ৰতি অল্পবয়সী স্কুল ছাত্রদের মধ্যে দাবা খেলার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।দাবা খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট দাবাড়ু নীতিশ চক্রবর্তী।দাবা খেলাটি পরিচালনা করেন দীপ রঞ্জন কুন্ডু।

আরও পড়ুনঃ স্কুলে দাবা প্রতিযোগিতার আসর, অংশগ্রহণ করে উচ্ছসিত পড়ুয়ারা

chess competition in Raiganj
নিজস্ব চিত্র

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহদেব ঘোষ,অখিল মন্ডল,রতন ঘোষ,দেবাশিস মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিগণ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সভাপতি নিখিল চক্রবর্তী।এই প্রতিযোগিতা ঘিরে সবার মধ্যেই উত্তেজনা ছিল দেখবার মতো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here