অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অনেক হিসেব নিকাশ পাল্টে গেল। সুযোগ মিলল না অজিত আগারকার, রণদেব বসুদের। ভারতের
জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন ভারতীয় পেসার চেতন শর্মা। তার সঙ্গে এলেন আরও দুই প্রাক্তন পেসার আবে কুরুভিল্লা ও দেবাশীষ মোহান্তি এলেন পাঁচ সদস্যের নির্বাচন কমিটিতে।
এছাড়াও প্যানেলে আছেন সুনীল যোশী ও হরবিন্দর সিং।চেতন শর্মা ভারতের হয়ে ২৩টি টেস্ট ও ৬৫টি ওডিআই খেলেন। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক নেন তিনি। ১৯৮৩ সালে মাত্র ১৭ বছর বয়সে ওডিআই ক্রিকেটে অভিষেক হয় তাঁর। একবছর বাদে তিনি টেস্টে সুযোগ পান। বিসিসিআই সংবিধান অনুযায়ী, সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারই হন নির্বাচন কমিটির প্রধান। সেই জন্যই দায়িত্ব পেলেন চেতন শর্মা।
আরও পড়ুনঃ মহামেডানের হয়ে খেলতে কলকাতায় জামাল
এছাড়া জাভেদ মিয়াঁদাদ তাকে শেষে বলে ছয় মারেন সেই জন্য ও বিখ্যাত তিনিএবার নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছিলেন অজিত আগরকর, রণদেব বসু।যেহেতু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এদের দুজনের সুসম্পর্ক তাই মনে করা হচ্ছিলো দুজনই ডাক পাবেন কিন্তু সেটা হল না।
আরও পড়ুনঃ মেলবোর্নেও ভারতকে হারাবে অস্ট্রেলিয়াঃ ওয়ার্ন
কিন্তু মদন লাল, আরপি সিংয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি তাঁদের বেছে নিল না নির্বাচক হিসেবে। এবার যেমন নির্বাচকদের টাকার অঙ্ক বৃদ্ধি করা হল একই সঙ্গে এবার থেকে হবে তাঁদের কাজের বিশ্লেষণ। এক বছরে কোনো নির্বাচকের প্রতি বোর্ড সন্তুষ্ট না হয় তাকে সরতেও হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584