কৃত্রিম জলাশয়ে মাত্র ৭ মিনিটে সম্পূর্ণ ছট পুজো!

0
78

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা পরিস্থিতিতে ছট পুজো নিয়মপালন করে নজির সৃষ্টি করল উত্তর কলকাতার বাগবাজার ৭ নম্বর ওয়ার্ডের লোকজন। ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাপি ঘোষ ছট পুজো তে গঙ্গার ভিড়ের সংক্রমণ এড়াতে খনন করেছেন বিশালাকৃতির কৃত্রিম জলাশয়।

Kolkata Chhat Puja | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

সেখানেই প্রত্যেক পরিবারের জন্য ৭ মিনিট করে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ছট পুজোকে ঘিরে সংক্রমণ এড়াতে এই উদ্যোগ বিদায়ী কাউন্সিলর বাপি ঘোষের। বাগবাজার মায়ের বাড়িতে খনন করা হয়েছে এই জলাশয়। ছট পুজো করার পর এই কৃত্রিম জলাশয় বুজিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ ফালাকাটায় সাড়ম্বরে উদযাপিত ছটপুজো

কেএমডিএ রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে এত জোরাজুরি নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন একুশের বিধানসভা ভোটের আগে জাতীয় পরিবেশ আদালতের এই নির্দেশে বেকায়দায় পড়েছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ বক্সিরহাট থানা ঘেরাওয়ের ডাক বিজেপির

কারণ কলকাতা শহরে একটা বড় অংশের ভোট রয়েছে বিহারীদের। রবীন্দ্র সরোবরে ছট পুজো করার অনুমতি আদায় করতে না পারায় বিহারী ভোট ব্যাঙ্ক ধাক্কা খেতে পারে। কিন্তু পরিবেশ আদালত এবং সুপ্রিম কোর্টের রায় শেষ পর্যন্ত দুপক্ষই রক্ষা হল রাজ্যের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here