নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
দীর্ঘ এগারো বছর পর মুক্ত ছত্রধর মাহাতো। ২০১৯ সালে ছত্রধর মাহাতোর যাবজ্জীবন কারদণ্ডের সাজা রদ করে কলকাতা হাইকোর্ট। সাজা কমিয়ে দশ বছর করা হয়। হাইকোর্টের নয়া নির্দেশ অনুযায়ী শেষ সাজার মেয়াদ।
২০০৮ সালে শালবনীতে জিন্দল কারখানার শিল্যান্যাস সেরে মেদিনীপুরে ফেরার পথে ৬০ নং জাতীয় সড়কে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণের মুখে পড়েন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়৷ এরপরই শুরু হয় তদন্ত। সেই ঘটনায় জড়িত সন্দেহে ২০০৯ সালে গ্রেপ্তার করা হয় জনসাধারণের কমিটির প্রধান মুখ ছত্রধর মাহাতো-সহ বেশ কয়েকজনকে। পরবর্তী সময়ে ইউএপিএ ধারাতেও দোষী সাব্যস্ত করা হয় ছত্রধর মাহাতকে। ২০১৫ সালের ১২ মে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ছত্রধরকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় মেদিনীপুর আদালত।
মামলা চলাকালীন ২০১৯ সালে আগষ্ট মাসে হাইকোর্টের তরফে রদ করা হয় ছত্রধর মাহাতোর যাবজ্জীবন কারাদন্ডের সাজা। সাজা কমিয়ে ১০ বছর করার কথা ঘোষণা করে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584