জঙ্গলমহলের মাটিতে আর পদ্মফুল ফুটবে না, শালবনিতে বললেন ছত্রধর মাহাতো

0
73

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

জঙ্গলমহলের মাটিতে আর পদ্মফুল ফুটবে না, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে ফডার ফার্মের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে এই কথা বলেন ছত্রধর মাহাতো। ছত্রধর মাহাতো সহ ওই সভায় উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নির্মল ঘোষ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নেপাল সিংহ, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা সলিল সাহা ও সনত মাহাতো।

chhatradhar mahato | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জল্পনায় জল ঢেলে মমতার স্তুতি গাইলেন তপনের বিধায়ক বাচ্চু হাসদা

তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেন, “২০১৯সালের লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ভুল বুঝিয়ে ভোট লুট করেছিল বিজেপি। এখন বিধানসভা নির্বাচনের আগে নেতা লুট করতে শুরু করেছে বিজেপি।” তিনি বলেন, “লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে যেভাবে ভোট লুট করেছিল বিজেপি।

leader chhatradhar mahato | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষ তা কড়ায়-গণ্ডায় হিসাব করে নেবে। তাই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে আর পদ্মফুল ফুটবে না।” তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, দুমাস আগে ছত্রধর মাহাতো সহ তার পরিবার সবাই ছিল মাওবাদী আর দুমাস পরে সেই মাওবাদী কে দলে যোগদান করার আহ্বান করছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওদের লজ্জা বলে কোন কিছু নেই। কারণ ওদের পায়ের তলার মাটি নেই।

আরও পড়ুনঃ চর্চা জিইয়ে রেখে গণতন্ত্রে মানুষের ক্ষমতাকে স্মরণ করালেন শুভেন্দু

ওরা বুঝে গিয়েছে জঙ্গলমহলের মানুষ আমাদের সাথে আর নেই। তাই জঙ্গলমহলের আদিবাসী জনজাতি গোষ্ঠীর মানুষেরা বিজেপিকে বিসর্জন দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে। তিনি বলেন, এটা গুজরাট নয় আমরা গুজরাটিও নয়। এটা বাংলা, আমরা বাঙালি। তাই বাংলা কে আমরা গুজরাট হতে দেব না। তিনি আরো বলেন যে বাংলার উন্নয়ন শুধু নয় গোটা জঙ্গলমহলের যে উন্নয়ন হয়েছে তা এর আগে কোনদিন কোন রাজ্যে হয়নি।

তাই উন্নয়নের প্রতীক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলেন, মানুষকে বিজেপি ভুল বোঝাচ্ছে, আমাকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছিল তৎকালীন বাম সরকার, তৃণমূল কংগ্রেস গ্রেফতার করেনি। তাই তৃণমূল কংগ্রেসের কেউ ছাড়িয়ে আনেনি। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল তাই যে দাবিতে সেই সময় আন্দোলন করেছিলাম।

আরও পড়ুনঃ পাহাড়ে ফিরেই বিজেপিকে তোপ রোশনের, আস্থা মমতায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই দাবিগুলি মানুষের পূরণ করছে। তিনি ওই ফার্মের কর্মীদের দাবিগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানাবেন বলে জানান। তিনি দলীয় কর্মীদের বলেন, এখন থেকেই বিধানসভা নির্বাচনের কাজ শুরু করুন এবং মানুষের কাছে গিয়ে যে প্রকল্পের কাজ গুলি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর করেছেন সেইগুলি মানুষের কাছে তুলে ধরুন।

এছাড়াও তিনি বলেন দিবা স্বপ্ন দেখছে বিজেপি। বাংলার মানুষ কোনোদিনই দিলীপ ঘোষের মতো মিথ্যাবাদী নেতাদের বাংলায় ক্ষমতায় নিয়ে আসবে না। এদিন শালবনির ফডার ফার্মের কর্মী সম্মেলনে বহু মানুষ সমাগম হয়েছিল এবং ছত্রধর মাহাতো তাদের সাথে কথা বলেন এবং মানুষের অভাব অভিযোগের কথা মন দিয়ে শোনেন। তিনি বলেন, “আপনাদের পাশে আমি রয়েছি আগামী দিনেও থাকবো। আপনারা দিদির পাশে থাকুন, দিদির হাতকে শক্তিশালী করার জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করুন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here