লখনৌ বিমানবন্দরে পুলিশ আটকাল বাঘেলকে, বিমানবন্দরেই বসে পড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

0
56

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

লখিমপুর খেরির কৃষক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। কোন রাজনৈতিক ব্যক্তিত্বকেই সেখানে যেতে দিতে রাজি নয় যোগী সরকার। লখিমপুরে জারি রয়েছে ১৪৪ ধারা। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে, আটক করা হয়েছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে।

Bhupesh Baghel
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল, ছবি: টুইটার

ছত্তিশগড়-এর মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলকেও লখনৌ বিমানবন্দরে আটকে দেয় পুলিশ। জানা গিয়েছে এর প্রতিবাদে বিমানবন্দরের সামনে রাস্তায় বসে পড়েন তিনি। বাঘেল জানিয়েছেন, তিনি আদৌ লখিমপুর যাচ্ছিলেন না, তিনি সীতাপুরে পুলিশ হেফাজতে থাকা উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছেন।

আরও পড়ুনঃ পুলিশি বাধা পেরিয়ে লখিমপুর খেরিতে তৃণমূলের প্রতিনিধিদল, দোলা-কাকলি-সুস্মিতারা যাবেন নিহতদের বাড়িতেও

এই পরিস্থিতিতে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা একটি টুইটও করেন। টুইটে হিন্দিতে বাঘেল লিখেছেন, যে কোন অর্ডার ছাড়াই তাঁকে বিমানবন্দরের বাইরে আটকায় পুলিশ।

আরও পড়ুনঃ ৩৫ ঘন্টা আটক রাখার পর যোগী রাজ্যের পুলিশের হাতে গ্রেপ্তার প্রিয়াঙ্কা গান্ধী

একটি ছবিও পোস্ট করেছেন তিনি, তাতে দেখা গিয়েছে সাদা কুর্তা-পায়জামা পরিহিত প্রবীণ কংগ্রেস নেতা বিমানবন্দরের মেঝেতে বসে রয়েছেন আর তাঁকে ঘিরে রয়েছে যোগী রাজ্যের পুলিশ বাহিনী, সঙ্গে রয়েছেন তাঁর নিরাপত্তা রক্ষীরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here