এনআইএ আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা ছত্তিসগড় কংগ্রেস সরকারের

0
44

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করল ছত্তিসগড় কংগ্রেস সরকার। কংগ্রেসের নেতৃত্বাধীন পূর্ববর্তী ইউপিএ সরকারের আমলে ২৬/১১ এর মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলার সময়ে তাড়াহুড়ো করে এই অ্যাক্টটি পর্যুদস্ত করা হয়েছিল।

chhattisgarh government move to supreme court against nia | newsfront.co
চিত্র সৌজন্যঃ হিন্দুস্তান টাইমস

এই ঘটনার পর ২০০৮ এ পি চিদাম্বরম স্বরাষ্ট্রমন্ত্রীর পদে নিযুক্ত হন। তিনিই প্রথম ভারতের ফেডেরাল সন্ত্রাস তদন্ত সংস্থার ব্যাপারে তৎপর হন। পাশাপাশি রাজ্য পুলিশ যাতে সন্ত্রাস তদন্তের বিষয়ে অগ্রসর হতে পারে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেন।

সংবিধানের ১৩১ ধারার আনুগত্যে তৎকালীন ছত্তিসগড় সরকারি আইনজীবী সমীর সোধি কেন্দ্র এবং রাজ্যের সিদ্ধান্তের মধ্যে একটি মধ্যস্থতায় আসার পরামর্শ দেন এই বিষয়ে।

আরও পড়ুনঃ কুমারগঞ্জ গণধর্ষণ হত্যাকাণ্ডে অভিযুক্তদের জেল হেফাজত

ছত্তিসগড় সরকারের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্টকে চ্যালেঞ্জ করার বিষয়টি নজরে আসে কেরল।সরকারের বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করার পর।

ছত্তিশগড় সরকার জানিয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট, সন্ত্রাস তদন্ত সংক্রান্ত রাজ্য পুলিশের ক্ষমতাকে ছোট করছে এবং তার বদলে কেন্দ্রকে তদন্ত করার মুক্ত স্বাধীনতা দিয়েছে। কিন্তু এর ফলস্বরূপ কেন্দ্র তদন্ত প্রক্রিয়ার কিছু ঝামেলাকেই বড় করে তুলে ধরেছে, কাজের কাজ কিছু করেনি।

পাশাপাশি এনআইএ তদন্ত সংক্রান্ত যাবতীয় ক্ষমতা ও বিচক্ষণতা কেন্দ্রের হাতে সঁপে দিয়েছে, রাজ্যকে তদন্তের বিষয়ে যথেষ্ট সুবিধা দেয়নি। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলি রাজ্য পুলিশ ও কেন্দ্র পুলিশের মধ্যে একটি সংঘাত ঘটিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here