নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার সবং পঞ্চায়েত সমিতি ও প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চায়েত সমিতির কার্যালয় প্রাঙ্গণে ৬০০ জন বেনিফিশিয়ারির হাতে মুরগিছানা তুলে দেওয়া হয়েছে ।
আগামী ডিসেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে ৩ হাজার ৩০০ জনকে হাঁস ও মুরগিছানা দেওয়া হবে বলে সবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।সোমবার এই বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন এলাকার বিধায়ক গীতা ভূঁইয়া ও বিডিও তুহিন শুভ্র মহান্তি ।
এছাড়াও মুরগিছানা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবং পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি, বিএলডিও শিশির মন্ডল,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমী দত্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স।
আরও পড়ুনঃ দাসপুরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক
মুরগিছানা উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার পর সবং এর বিধায়ক গীতা ভূঁইয়া বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গ্রামের মায়েদের বোনেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এবং সমৃদ্ধ করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছেন। তাতে প্রতিটি এলাকার মেয়েরা বোনেরা খুব খুশি। তারা নিজেরা মুরগি পালন করছেন সেখান থেকে তারা ডিম পাচ্ছেন এবং মুরগি বিক্রি করছেন যেটা তারা নিজেদের কাছে একটা বিরাট ব্যাপার ।”
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সক্রিয় বঙ্গীয় ভোটকর্মী ঐক্য মঞ্চ
বিধায়ক গীতা ভূঁইয়া এই উদ্যোগ চালু করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এবং তিনি আর ও বলেন, “মুখ্যমন্ত্রী সমাজের সব স্তরের মানুষের জন্য কাজ করে চলছেন আমরা তার সঙ্গে আছি ,আমরা তার সঙ্গেই থাকব, আগামী দিনে মুখ্যমন্ত্রীর উন্নয়নের হাত কে শক্ত করতে আমরা লড়াই চালিয়ে যাব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584