শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কলকাতা থেকে রাজ্যের কোনও মফস্বল শহরে চড়চড় করে বেড়ে প্রায় ৩০০ টাকা ছুঁয়েছে মাংসের দাম। ফলে রেস্তরাঁয় তো দূর, বাড়িতেও মাংস খাওয়া কমাতে হয়েছে অনেক বাঙালিকে। মুরগির মাংস বাদ দিয়ে অনেকে মজেছেন নানান মাছের স্বাদে।
কিন্তু অনেকেই যেটা জানেন না, তা হল হরিণঘাটা মিটের স্টলে মুরগির মাংস এখন বিক্রি হচ্ছে কার্যত বাজারের অর্ধেক দামে। বাজারে যেখানে মুরগির মাংস ৩০০টাকা কেজি ছুঁই ছুঁই, সেখানে হরিণঘাটা মিটের দোকানে সেই মাংস বিক্রি হচ্ছে মাত্র ১৪০ টাকা কেজি দরে। কলকাতায় এখন মোট ৭টি স্টল খোলা রেখেছে হরিনঘাটা মিট।
এগুলি হল – বেলগাছিয়া সেলস কাউন্টার, পাইকপাড়া সেলস কাউন্টার, সল্টলেক ১৬ নম্বর ট্যাংকের সেলস কাউন্টার, গড়িয়াহাট সেলস কাউন্টার, যোধপুর পার্ক সেলস কাউন্টার, ধর্মতলা সেলস কাউন্টার ও সল্টলেকের করুণাময়ী সেলস কাউন্টার। এর বাইরে কাউন্টার খোলা রয়েছে হাওড়ার মন্দিরতলায় ও নদিয়া জেলার হরিণঘাটায়। এই সব কটি সেলস কাউন্টারেই মুরগির মাংস মিলছে ১৪০ টাকা কেজি দরে। যার সুবিধা কিছুটা হলেও পাচ্ছেন হরিনঘাটা মিটের স্টল যেখানে যেখানে রয়েছে, তার আশেপাশের বাসিন্দারা। দূর থেকে জানতে পেরেও অনেকে কিনে নিয়ে যাচ্ছেন।
আরও পড়ুনঃ টাকা ফেরানোর উদ্যোগ হজ কমিটির
কলকাতা তো বটেই রাজ্যের সেই ২০১৮ সালের মার্চ মাস থেকেই মুরগির মাংসের এই দর ধরে রেখেছে হরিনঘাটা মিট। তবে ভ্রাম্যমাণ গাড়িতে বিক্রির যে ব্যবস্থা ছিল, তা এই লকডাউন পর্বে বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। তবে চাহিদা বাড়লে সেই গাড়ি ফের কলকাতার রাস্তায় নামতে পারে বলে সংস্থা সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584