ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
তদন্তে অসহযোগিতা- এই যুক্তিতেই চিদম্বরমকে পাঁচ দিনের হেফাজতে চাইল সিবিআই। পাল্টা যুক্তিতে সিবিআই-এর অসহযোগিতার অভিযোগ খণ্ডনের চেষ্টা করছেন চিদম্বরমের আইনজীবীরা। সিবিআই-এর হয়ে সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। উল্টো দিকে চিদম্বরমের পক্ষে দাঁড়িয়েছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। রয়েছেন অভিষেক মনু সিংভিও।
মঙ্গলবার গ্রেফতারের পর আজ বুধবার প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ আদালতে পেশ করল সিবিআই। সেখানে সিবিআই-এর পক্ষ থেকে বলা হয়, চিদম্বরমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
When P Chidambaram said in court he wants to speak, Solicitor General Tushar Mehta objected & said he is being represented here by two senior advocates. Abhishek Manu Singhvi said there is Delhi HC Judgement that allows the accused to make a representation on his behalf. https://t.co/l8tCFju8RB
— ANI (@ANI) August 22, 2019
সিবিআই-এর হয়ে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এটি আর্থিক দুর্নীতির একটি ‘ক্লাসিক কেস’। সেই সঙ্গেই চিদম্বরমের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও আনা হয়।
Congress lawyers Kapil Sibal and Abhishek Manu Singhvi outside CBI Court after hearing on former Finance Minister P Chidambaram's bail in INX media case. CBI Court has reserved its order on an application of CBI seeking 5-day remand of P Chidambaram in the case. pic.twitter.com/gTP67Ade6U
— ANI (@ANI) August 22, 2019
পাল্টা যুক্তিতে কপিল সিব্বল বলেন, এটা এমন একটা মামলা, যেখানে তথ্য-প্রমাণের কোনও সম্পর্ক নেই। গ্রেফতারির অন্য উদ্দেশ্য রয়েছে।
CBI Court reserves its order on an application of CBI seeking five day remand of former Finance Minister P Chidambaram in INX media case. pic.twitter.com/MtGuc7p9YB
— ANI (@ANI) August 22, 2019
অসহযোগিতার অভিযোগ খণ্ডন করতে অভিষেক মনু সিংভির যুক্তি, ‘‘আমাকে পাঁচ বার ডাকলে একবারও না গেলে সেটাকে বলা হয় অসহযোগিতা। চিদম্বরমকে এক বারই ডাকা হয়েছে, তিনি গিয়েছেন, এখানে অসহযোগিতা কোথায়? তদন্তকারীরা যে ধরনের উত্তর চাইছেন, সেই মতো উত্তর না হলেই অসহযোগিতা বলা হবে এটা ঠিক নয়।
আরও পড়ুনঃ চোর পুলিশ খেলা শেষে অবশেষে গ্রেফতার হলেন চিদম্বরম
বুধবার রাতে গ্রেফতার করা হয় পি চিদম্বরমকে। আইএনএক্স মিডিয়া মামলায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই। রাতে নিজেদের হেফাজতে রাখার পর আজ বুধবার তাঁকে বিশেষ সিবিআই আদালতে পেশ করে সিবিআই।
• ওঁরা জিজ্ঞেস করেছেন, আমার ছেলের বিদেশে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, আমি বলেছি হ্যাঁ: চিদম্বরম
• ‘‘দয়া করে প্রশ্নোত্তরের নথি পড়ে দেখুন, ওঁরা জিজ্ঞেস করেছেন বিদেশে আপনার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আমি বলেছি না’’, বললেন চিদম্বরম
• প্রশ্নগুলো দেখুন, এমন কোনও প্রশ্ন নেই, যার উত্তর আমি দিইনি: চিদম্বরম
• আদালতে নিজেই বললেন চিদম্বরম
• আমরা শুধু আরও জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি: সলিসিটর জেনারেল
• দিল্লি হাইকোর্ট চিদম্বরমকে বলতে অনুমতি দিয়েছিল: সিংভি
• সলিসিটর জেনারেল বললেন, আপনার প্রতিনিধি হিসেবে দু’জন আইনজীবী নিযুক্ত রয়েছেন
• আদালতে নিজেই বক্তব্য রাখতে চান চিদম্বরম (তিনি নিজেও আইনজীবী)
• চিদম্বরমকে এক বারই ডাকা হয়েছে, তিনি গিয়েছেন, এখানে অসহযোগিতা কোথায়?
• অসহযোগিতার অর্থ তদন্তকারীরা যে উত্তর চাইছেন, সেই মতো উত্তর না হলেই অসহযোগিতা বলা হবে এটা ঠিক নয়: সিংভি
• তার জবাবে সিংভি বলেন, আমাকে পাঁচ বার ডাকলে একবারও না গেলে সেটাকে বলা হয় অসহযোগিতা
• চিদম্বরম তদন্তে সহযোগিতা করছেন না, অভিযোগ তুলেছিল সিবিআই
মেয়ের খুনে অভিযুক্ত এক জনের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে গ্রেফতার কি যুক্তিসঙ্গত, আদালতে প্রশ্ন সিংভির
• সিবিআই-এর পুরো কেসটাই ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কেস ডায়েরি এবং প্রমাণের উপর ভিত্তি করে, চিদম্বরমের পক্ষে বললেন অভিষেক মনু সিংভি
• এটা এমন একটা কেস, যাতে প্রমাণের সঙ্গে কোনও সম্পর্ক নেই, ভিন্ন উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে, আদালতে বললেন কপিল সিব্বল
• অর্থ তছরুপের ক্লাসিক কেস, বললেন তুষার মেহতা
• সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে, আদালতে জানাল সিবিআই
• জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল চিদম্বরমের বিরুদ্ধে
• সিবিআই-এর হয়ে সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584