মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনা আবহে দেশবাসীর উদ্দেশ্যে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর গত বুধবার বিকালে করোনা ভাইরাসের হাত থেকে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্পগুলোকে বাঁচানোর জন্য ৩ লক্ষ কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজের ঘোষণা করেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এই বড়মাপের ঘোষণার পরই অর্থমন্ত্রীর সঙ্গে মতবিরোধ হয় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির। এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করলেন না দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। দুই কেন্দ্রীয় মন্ত্রীর দু’ রকম বক্তব্য নিয়েই কটাক্ষ করলেন চিদাম্বরম।
Minister Gadkari says that governments and PSUs owe Rs 5 lakh crore as unpaid dues to MSMEs
Minister Sitharaman says she will offer collateral free loan of Rs 3 lakh crore to MSMEs (numbering 45 lakhs)
So, who is the lender and who is the borrower?!
— P. Chidambaram (@PChidambaram_IN) May 15, 2020
ক্ষুদ্র, মাঝারি এবং অতি ক্ষুদ্র শিল্পের জন্য যে অর্থনৈতিক প্যাকেজের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার বিরোধীতা করে গড়কড়ি বলেন সরকারি সংস্থাগুলির কাছে এমএসএমইরা পরিশোধিত বকেয়া হিসাবে পাঁচ লক্ষ কোটি টাকা পায়। এই কথা নিয়েই বিতর্কে জড়িয়ে পড়েন দুই কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুনঃ বিজয়কে ভারতে ফেরাতে আইনী বাধা মুক্তি
এই দুই মন্ত্রীর বক্তব্য নিয়ে টুইটে পি চিদাম্বরম লেখেন, মন্ত্রী গড়করি বলেছেন যে সরকার ও পিএসইউগুলির এমএসএমইগুলির কাছে বকেয়া হিসাবে ৫ লক্ষ কোটি ঋণ রয়েছে। এদিকে অর্থমন্ত্রী সীতারামন বলেছেন যে তিনি এমএসএমইগুলিকে ৩ লক্ষ কোটি টাকা করে আমানত মুক্ত ঋণ দেবেন। সুতরাং, বুঝতে পারছি না যে এখানে ঋণ প্রদানকারী কে এবং গ্রহীতাই বা কে? নিজের টুইটার হ্যান্ডেলে তিনি আরও লেখেন, “দুই মন্ত্রী কি প্রথমে ‘তাদের হিসাব নিষ্পত্তি করবেন, এবং এমএসএমইদেরকে সরকারের ‘সহায়তা’ ছাড়াই নিজেদের বাঁচাতে দেবেন?”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584