নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্যে বিধানসভার ভোট মিটলেও ৭ টি আসনে উপনির্বাচন প্রয়োজন। এই নিয়ে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনকে আবেদন করা হয় দ্রুত উপনির্বাচনের জন্য। করোনা আবহে খুব দ্রুত নির্বাচন প্রক্রিয়া শেষ করলেও তাদের আপত্তি নেই এমনই জানিয়েছে তৃণমূল।
বিধানসভার এই ৭ আসনে নির্বাচন কবে হবে তা নিয়ে নির্দিষ্ট ঘোষণা না হলেও শনিবার ৬ জেলার নির্বাচনী আধিকারিকদের উপনির্বাচনের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়ে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বিশেষজ্ঞদের অনুমান, জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে উপ-নির্বাচন করতে চাইলে কম সময়েই যাতে গোটা প্রক্রিয়া সেরে ফেলা যায় সেজন্যই এই উদ্যোগ।
শাসকদল তৃণমূল কংগ্রেস আশাবাদী যে, দ্রুত ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। তাই সময় থাকতেই যে আসনগুলিতে নির্বাচন হবে সেই জেলাগুলির নির্বাচনী আধিকারিকদের EVM ও VVPAT পরীক্ষা করে রাখতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
আরও পড়ুনঃ ইন্টারনেট সংযোগের উন্নতি না হলে ভার্চুয়াল শুনানি একটি ‘সার্কাস’, মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতির
কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার নির্বাচনী আধিকারিকদের কাছে এদিন চিঠি পৌঁছয়। কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর, উত্তর ২৪ পরগনার খড়দা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও কলকাতার ভবানীপুর কেন্দ্রে নির্বাচন বকেয়া রয়েছে। এর মধ্যে ভবানীপুর কেন্দ্রটি বিশেষ ভাবে উল্লেখযোগ্য কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই প্রার্থী হবেন। আগামী ৫ নভেম্বরের মধ্যে তাঁকে উপনির্বাচনে জিতে আসতে হবে অন্যথায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584