শুভম বন্দ্যোপাধ্যায় কলকাতাঃ
প্রখর মস্তিষ্কের বুদ্ধিবাণে বহু জটিল রহস্যের সমাধান করেছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। কিন্তু কলকাতা পুলিশ কমিশনারের মতই পরিস্থিতির মারে তাকে আক্রান্ত হতে হল অদৃশ্য শত্রু করোনাভাইরাসে।
জানা গিয়েছে, রবিবার সকালে গোয়েন্দা প্রধানের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আপাতত তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত কলকাতা পুলিশের মধ্যে হাজারেরও বেশি পুলিশকর্মীর করোনা সংক্রমণ ঘটে গিয়েছে, সুস্থ হয়েছেন প্রচুর পুলিশকর্মী।
আরও পড়ুনঃ ময়নাতদন্তের ৩৬ ঘন্টা আগে শর্বরীর মৃত্যুর রিপোর্ট! গোটা দিন জানতই না পরিবার
তবে সপ্তাহ খানেক আগেই কলকাতা পুলিশ কমিশনার করোনা পজিটিভ হওয়ার খবর আসে তিনিও আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লব কান্তি ঘোষের স্ত্রীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584