শ্যামল রায়,নবদ্বীপঃ
চৈতন্যর জন্মস্থান নবদ্বীপকে হেরিটেজ শহরের রূপ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২২ কোটি টাকা বরাদ্দ করেছেন। কয়েকদিন আগে নদীয়া জেলা সফরে এসেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে নবদ্বীপকে হেরিটেজ শহর হিসাবে গড়ে তোলার কাজ শুরু হয়ে গেছে। কিন্তু রাজ্য সরকার টাকা বরাদ্দ করলেও কাজ শুরু হয়নি বলে বিশেষ সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবদ্বীপে এসে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে নবদ্বীপ হেরিটেজ শহর গড়ে তোলা হবে। ২০১৭ সালে যখন মায়াপুরের ইস্কনে এসেছিলেন, মুখ্যমন্ত্রী সেবারও নবদ্বীপ হেরিটেজ গড়ার কথা উল্লেখ করেছিলেন।
হেরিটেজ গড়ার কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ রয়েছেন শহরবাসী। তাদের দাবি
শুধুমাত্র সমীক্ষা ছাড়া কোনো কাজ হয়নি।
অথচ মন্দিরময় নবদ্বীপ শহরে দেশ বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন।
প্রাচীন নিদর্শন রয়েছে নবদ্বীপের প্রত্যন্ত অঞ্চলেও। কথা ছিল
শহরের প্রতিটি রাস্তার উন্নয়ন ঘটবে, ভাগীরথীর ঘাট গুলিকে সংস্কার করে স্নান ও যাত্রীদের জন্য ঘর এবং শৌচাগার তৈরি হবে।অন্যদিকে মায়াপুর ইসকন তৈরির জন্য সাতশ কুড়ি একর জমি দিতে চাইছে মায়াপুর ইসকন কর্তৃপক্ষ।
আরো জানা গিয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা নবদ্বীপ এসে বিভিন্ন মন্দির ঘুরে দেখেছেন এবং একটি তালিকা তৈরি করে ফেলেছেন। সেই রিপোর্ট দিল্লিতে পাঠানোর কথা।
নবদ্বীপ হেরিটেজ কমিটির সদস্য শান্তি রঞ্জন দেব জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এসে মঠ-মন্দিরের একটি তালিকা তৈরি করেছেন। কিন্তু কাজ এগিয়েছে কিনা আমার জানা নেই।
স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা অবশ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ তাড়াতাড়ি কাজ শেষ করা।
নবদ্বীপ শহর মন্দির নগরী বহু প্রাচীন মন্দির রয়েছে শহরের অলিতে গলিতে ইতিহাস লুকিয়ে রয়েছে তাই নবদ্বীপ ঘোষিত হয়েছে হেরিটেজ শহর হিসেবে গড়ে তোলা হবে। বরাদ্দ হয়েছে টাকাও কিন্তু কাজ শেষ হবে কবে এ প্রশ্ন যেমন মুখ্যমন্ত্রী করেছেন তেমনি নবদ্দীপ বাসীর কাছে প্রশ্ন? কবে কাজ শুরু হবে বা শেষ হবে শুধুমাত্র এখন অপেক্ষায় থাকা ছাড়া কোন কথা নেই।
আরও পড়ুন: খেলোয়াড় ভাড়া করে মাঠে নামছে তৃণমূল উল্লেখ রাহুলের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584