শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
জেলার উন্নয়নের কাজ তরান্বিত না হওয়ায় জেলা শাসক সহ জেলার সমস্ত দফতরের আধিকারিকদের প্রতি ক্ষোভ উগ্রে দিলেন মুখ্যমন্ত্রী। আজ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠকে এসে এই অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এছাড়াও আজ তিনি জেলা শাসককে নির্দেশ দেন জেলা পরিষদের সহ সভাধিপতিকে সঙ্গে নিয়ে জেলার উন্নয়নকে তরান্বিত করতে বলেন। জেলার পঞ্চায়েত সমিতি গুলিকে আরও সচল হবার নির্দেশ দেন। এদিন মুখ্যমন্ত্রী কাশ্মীর থেকে ফিরে আসা ১১০ জন শ্রমিকের হাতে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেন।
মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের আধিকারিকদের মাধ্যমে জেলা বাসীকে NRC নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মালদার উদ্দেশ্যে উড়ে যান।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584