নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকে ফিরতে দেওয়া যাবে না। দয়া করে বিজেপিকে ভোট দেবেন না।” রবিবার মেদিনীপুরের দাঁতনে দলীয় প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে প্রচার মঞ্চ থেকে এভাবেই কাতর আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মমতা বলেন “মোদীই সবচেয়ে বড় দুর্যোগ।তাই সবাই মিলে দিল্লি থেকে মোদীকে হঠাতে হবে। কোনও মূল্যেই মোদী যাতে ক্ষমতায় ফিরতে না পারে। সেজন্য বিজেপি ভোট দেবেন না।”
তিনি আরও বলেন,“খুব জোর ১৫০-১৬০ টা আসন পাবে বিজেপি।এই সিট নিয়ে কিভাবে কেন্দ্রের সরকার গড়বে।তাই সব আসনে তৃণমূল প্রার্থীদের জয়ী করুন তৃণমূলে দিল্লিতে বিকল্প সরকার দেবে।” গত পাঁচ বছরে মোদী সরকার বাংলার প্রতি কেবল বঞ্চনাই করে গিয়েছেন বলে অভিযোগ করেন মমতা।
আরও পড়ুনঃ অবশেষে মুখ্যমন্ত্রীর সভায় দেখা গেল উমাকে
ফণীর দাপট তেমন ভাবে রাজ্যে না পড়লেও মেদিনীপুর জেলার কিছু অংশে প্রভাব ফেলেছে। দুর্যোগে প্রায় পাঁচ হাজার কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। ২৯ হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচার মঞ্চ থেকে মমতা ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকার আপনাদের পাশে আছে।নতুন বাড়ি তৈরি করে দেওয়ার সব ব্যবস্থা রাজ্য সরকার করবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584