নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
দেশ জুড়ে সিএএ-র প্রতিবাদে বিভিন্ন রাজ্যে যে ভয়ানক হিংসা ছড়িয়ে পড়েছে, তার তুলনায় পশ্চিমবাংলা এখনও অনেক শান্ত। আর ঠিক এই সূত্র ধরেই আজ রাজপথে সিএএ-বিরোধী এক জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন।
রবিবার লখনউ বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধিদের আটকের প্রসঙ্গ টেনে মমতা এ দিন বলেন, ‘‘আমাদের প্রতিনিধিদের বিমানবন্দর থেকেই নামতে দেওয়া হল না।” পাশাপাশি দেশের অরাজকতা, শাসক দলের যথেচ্ছাচার, সিএএ-র সমর্থনে গেরুয়া বাহিনীর মিছিলকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘দ্যাখ, বাংলার আইন-শৃঙ্খলা, দিল্লি থেকে এলি, মিছিল করলি, আমায় গালি দিলি, চলে গেলি।
আটকাতে এক সেকেন্ড লাগত। কিন্তু আমরা তা করিনি। এটা গণতন্ত্র’’। অন্যদিকে, সোমবার কলকাতায় বিজেপি নেতা জেপি নাড্ডার মিছিলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘হাঁটতে গেলে কোমরে ব্যথা, গাড়ি করে মিছিল করে চলে গেল’’। যদিও জে পি নাড্ডার নাম উচ্চারণ করেননি তিনি।
আরও পড়ুনঃ ‘কেন মুসলিমদেরও অন্তর্ভুক্ত করা হল না?’ সিএএ নিয়ে প্রশ্ন নেতাজি পৌত্রর
এখানেই থেমে থাকেননি তিনি। ঝাড়খণ্ডে বিজেপির পরাজয় নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে চরম বিঁধে মমতা এদিন বলেন, ‘‘যোগ্য জবাব মানুষ দিতে শুরু করেছে। ঝাড়খণ্ডে বিজেপি হয়েছে লন্ডভন্ড। গণতন্ত্রের ঝাড়বাতি অনেক বড়। একবার যদি জ্বলে না, অন্য আলো টিমটিম করে। অহঙ্কার ঝাড়ুন, ঔদ্ধত্য ঝাড়ুন’’।
অন্যদিকে, মতুয়াদের প্রসঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের নামে বিরোধী দল যে অপপ্রচার করছে, তাঁর বিরুদ্ধে গর্জে উঠে মমতা বলেন, ‘‘মতুয়ারা নাগরিকত্ব পাবেন বলে নাকি মমতা বাধা দিচ্ছে! এসব কথা বলা হচ্ছে। মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড গড়েছেন মমতা। মতুয়া কলেজ-বিশ্ববিদ্যালয় মমতা গড়েছে। ৩০ বছর বড়মার চিকিৎসার খরচ বহন করেছে এই মমতা। মতুয়ারা এ দেশের নাগরিক। এসব আমাকে শেখাবেন না’’।
আরও পড়ুনঃ স্বর্ণপদক নিতে অরাজি, সমাবর্তনে থাকতে দেওয়া হল না রবিনাকে
মমতার এই গর্জে ওঠা রূপ দেখে অনেকেই মনে করছেন, অসাংবিধানিক আইন সিএএ-র ফলে বিজেপি নিজেই নিজের বিপদ ডেকে এনেছে। তাই তৃণমূল সুপ্রিমোর থেকে তাদের এত কথা শুনতে হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584