কেন্দ্র বাংলাকে গরীর করে রাখতে চায়ঃ মুখ্যমন্ত্রী

0
57

সীমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

chief minister said center wants to keep bengal in poverty
নিজস্ব চিত্র

দক্ষিণ ২৪ পরগণার তিন দিনের জেলা সফরে শেষ দিনে গঙ্গাসাগরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস সহ অন্যান্য সামগ্রী তুলে দেন উপভোক্তাদের হাতে,এর পাশাপাশি সুন্দরবন কাপের পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর এবং বন্দর নিয়ে তোপ দাগলেন কেন্দ্রের বিজেপি সরকারকে।
রাজ্যসরকারের প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা এত উন্নত হয়েছে যার দরুন লক্ষাধিক তীর্থযাত্রীদের সমাগম হয় মেলাকে ঘিরে।কিন্তু সাগর মেলার এই প্রচেষ্টায় রাজ্যসরকারকে কোনও সাহায্য করেনি কেন্দ্র।বিজেপি সরকার কুম্ভ মেলার জন্য আর্থিক সাহায্য করে কিন্তু গঙ্গাসাগরের জন্য কোনও আর্থিক সাহায্য করে না।এর পাশাপাশি কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন গঙ্গাসাগর ও তাজপুর এলাকায় বন্দরের জন্য কোনও সহযোগিতা করেনি কেন্দ্র।এমনকি মুরিগঙ্গা ব্রিজের জন্য কেন্দ্রকে ৭৪% শেয়ার দেওয়ার কথা ঘোষণা করলেও তারা সে বিষয়ে কোনও কর্ণপাত করেনি।বিজেপি সরকার বাংলাকে গরিব করে রাখতে চায়।
অন্যদিকে কপিল মুনি মন্দিরের প্রধান পুরোহিত জ্ঞানানন্দ মহারাজ বলেন
এদিন গঙ্গাসাগর থেকে তিন দিনের জেলা সফর শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার করে নবান্নে ফিরে যান।

chief minister said center wants to keep bengal in poverty
নিজস্ব চিত্র
chief minister said center wants to keep bengal in poverty
পুরস্কার।নিজস্ব চিত্র

আরও পড়ুন: লরির ধাক্কায় মৃত পথচারী মহিলা,ক্ষোভে অবরোধ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here