মুখ্যমন্ত্রীর নদীয়া সফর ঘিরে তুঙ্গে তৎপরতা

0
160

শ্যামল রায়,নদীয়াঃ

chief minister visit to nadia | newsfront.co
ফাইল চিত্র

আগামী ৯ ও ১০ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুইদিনের প্রশাসনিক সভা এবং জনসভা করতে নদীয়া জেলায় আসছেন।
নদীয়া জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ঘিরে ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু হয়ে গেছে জেলার প্রশাসনিক স্তরে।
রবিবার কৃষ্ণনগরে জেলা পরিষদ হলঘরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে জেলার প্রশাসনিক আধিকারিক এবং তৃণমূল নেতৃত্ব।
আগামী ৯ জানুয়ারি নদীয়া জেলার রানাঘাট ব্লকের হবিবপুর ছাতিমতলার ময়দানে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশাসনিক সভা সেরে রাতেই মমতা বন্দোপাধ্যায় ফিরে আসবেন কৃষ্ণনগরের সার্কিট হাউসে।সার্কিট হাউসে জেলার ব্লক স্তর থেকে শুরু করে জেলা কমিটি পর্যন্ত  দলীয় কর্মী নেতাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেবেন তিনি।
১০ জানুয়ারি কৃষ্ণনগর গর্ভমেন্ট কলেজ ময়দানে পরিষেবা মূলক জনসভায় বক্তব্য রাখবেন।জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। জেলা সূত্রে খবর যে মোট ৬০ থেকে ৭০টি নতুন প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুন: নিয়ম বর্হিভূতভাবে নাগরিকত্ব শাংসাপত্র প্রদান পঞ্চায়েত প্রধানের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here