মোদীকে জবাব দিতে পশ্চিম বর্ধমানের আসানসোল পোলো গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভা

0
211

সুদীপ পাল,বর্ধমানঃ

আজ, বৃহস্পতিবার থেকে পশ্চিম বর্ধমানে প্রচারে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Chief Minister's meeting at Asansol Polo Ground
ফাইল চিত্র

গত মঙ্গলবার যে মাঠের সভা থেকে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন,তৃণমূলকে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে দাঁড়িয়েই বক্তব্য রাখবেন মমতা।তৃণমূলের কর্মী সমর্থকরা বলছেন,প্রধানমন্ত্রী সভায় স্থানীয় মানুষ খুব কমই ছিল।ঝাড়খণ্ড,বিহার, পুরুলিয়া সহ বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিল।কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর সভায় স্থানীয়রা সভা ভরাবে।

আরও পড়ুনঃ প্রচারে নেমে সোশ্যাল মিডিয়ায় ট্রোল প্রসঙ্গে বিরক্তি প্রকাশ মিমির

আগামীকাল ২৬ এপ্রিল মুখ্যমন্ত্রী প্রথম সভা করবেন রানিগঞ্জের সিয়ারশোলে। সেখান থেকে তিনি আসানসোলের পোলো গ্রাউন্ডে আসবেন।প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলে এসে সভা করে গেলেও বন্ধ হয়ে যাওয়া বার্ন স্ট্যান্ডার্ড বা হিন্দুস্থান কেবলস নিয়ে নীরব ছিলেন।মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী এই বিষয়গুলি তুলে ধরে বিজেপিকে আক্রমণ করবেন।তৃণমূলের সমর্থকরা বলছেন,বর্তমান রাজ্য সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে এখানে।যেমন নতুন বিশ্ববিদ্যালয়,সিবিআই আদালত,হিন্দি কলেজ প্রভৃতি করা হয়েছে।পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন দাসু বলেন,দিদির সভা ঘিরে দলের কর্মীদের মধ্যে আলাদা উদ্দীপনা তৈরি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here