তন্ময় মন্ডল, কলকাতাঃ
আজ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ফের পথে নামেন মুখ্যমন্ত্রী। আজ দুপুরে বিধান সরণি থেকে তিনি বেলেঘাটা পর্যন্ত মিছিল করেন। মিছিল শুরু হওয়ার আগে বিধান সরণিতে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে জমায়েতে বিজেপিকে তীব্র আক্রমন করেন।
এরপর তিনি মিছিলে অংশ নেন। মিছিল শেষ হয় বেলেঘাটায়। মিছিল শেষে ফের মমতার দাবি, বাংলায় এনআরসি বা সিএএ আইন চালু করা হবে না।
মমতার সঙ্গে পাল্লা দিয়ে স্লোগান দিতে দেখা যায় মঞ্চে উপস্থিত কবি জয় গোস্বামী, গায়ক প্রতুল মুখোপাধ্যায় এবং চিত্রশিল্পী শুভাপ্রসন্নকেও।
একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার রাজপথে সিএএ ও এনআরসি এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। আর ঠিক তখনই কলকাতার অন্য প্রান্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেছে। ঢুকতে দেওয়া হচ্ছে না তাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হচ্ছে।
এদিন মুখ্যমন্ত্রী মিছিল শেষে মঞ্চ থেকে বলেন , ‘‘দ্যাখ বাংলার আইনশৃঙ্খলা, দিল্লি থেকে আসলি, মিছিল করলি, আমায় গালি দিলি, চলে গেলি। এটাই কি তোদের গণতন্ত্র’’। অন্যদিকে নাড্ডার নাম না করে মমতার কটাক্ষ, ‘‘হাঁটতে গেলে কোমরে ব্যথা, গাড়ি করে মিছিল করলি, গাড়ি থেকে হাত নাড়িয়ে চলে গেলি’’।
এছাড়াও তিনি বলেন, ” ক্যা ক্যা ছিঃ ছিঃ! এটাই হলো আমাদের সিএএ ও এনআরসি এর বিরুদ্ধে স্লোগান। আজকের প্রতিবাদ হল ভারতের পক্ষে লড়াই করার জন্য। ভারতে ধর্ম ও জাতি বিভেদ না গড়ে তোলার জন্য,”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584