মুখ্য সচিবকে ঘেরাও করা উচিত- মমতা

0
131

সুদীপ পাল,বর্ধমানঃ

বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক ছিল সোমবার। সেখানেই তিনি বললেন, ‘মুখ্যসচিবকে ঘেরাও করা উচিত।’

Chief Secretary should be surrounded said CM | newsfront.co
প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী।নিজস্ব চিত্র

বাজারে পোস্তর দাম নিয়ে অসন্তোষ ছড়িয়েছে মধ্যবিত্তদের মধ্যে। যেভাবে পোস্তর দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে পোস্ত খাওয়া যাবে না বলেই মনে করছেন মধ্যবিত্তরা। বর্ধমান শহরের পোস্তপ্রেমীদের এই বিষয়ে চিন্তাভাবনা কি তা যথাযথভাবে উল্লেখ করা হয়েছিল নিউজ ফ্রন্টের সংবাদ প্রতিবেদনে। বর্ধমানের বাসিন্দারা পোস্তর দাম বৃদ্ধি নিয়ে আক্ষেপ করেছিলেন এবং এখনও করছেন। এবার প্রশাসনিক বৈঠকে পোস্তর দামের কথা ওঠায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই হাসতে হাসতে তিনি বলেন, ‘মুখ্যসচিবকে ঘেরাও করা উচিৎ। বাংলার লোক পোস্তকে খাদ্য হিসেবে গ্রহণ করে।’

মুখ্যসচিব মলয় দে এই বিষয়ে জানান, সরকারি কৃষি খামারগুলিতে পোস্ত চাষের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু নারকোটিক বিভাগ সেই অনুমতি দেয়নি।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা অবলুপ্তির সমর্থনে বিজেপির মিছিল

মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ সমাধান দেন, নারকোটিক হিসেবে ব্যবহার করা হলে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা হবে।
অন্যদিকে বর্ধমান শহরের ভিতরে থাকা ১৫টি চালকলকে সরিয়ে নিয়ে গিয়ে ফুড-পার্ক তৈরির কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here