সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। জানা যায়, গত ১০ তারিখ গভীর রাতে প্রসব যন্ত্রণা নিয়ে নিজের স্ত্রীকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করে ঢোলাথানার নাকালি গ্রামের বাসিন্দা গুরুদাস হালদার।
এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় তার স্ত্রী শান্তি রানি হালদারের শারীরিক অবস্থা ভালো নয় সিজার করতে হবে, এর পরই তড়িঘড়ি সিজার করায় একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। তবে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় তাদের শিশু মৃত।
অবশ্য পরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশু জীবিত আছে এবং তাকে এসএনসিইউ বিভাগে রাখা হয়েছে বলে পরিবারের লোকজনকে জানানো হয়। পরিবারের লোকজনকে সামনে থেকে দেখানো হয় শিশুটিকে, এরপরই আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই পরিবারের লোকজনেরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে হাসপাতালের বিরুদ্ধে। ঘটনায় একটি লিখিত অভিযোগ জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।
আরও পড়ুনঃ দিল্লি দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড
পরিবারের অভিযোগ, রোগী ভর্তি হবার পর থেকে বারে বারে কথা বলতে চেয়েছে, কিন্তু কোনভাবেই তাদের সাথে সহযোগিতা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ দেওয়াল লিখন ঘিরে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা
তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, আমরা এই ঘটনার অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এত বড় মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও কেন বারে বারে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হবে রোগীর তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584