ডায়মন্ড হারবারে ট্রেনের কামরায় উদ্ধার অজ্ঞাত পরিচয় শিশুপুত্র

0
32

সিমা পুরকাইত, দ‌ক্ষিন ২৪ পরগনাঃ

বছর দেড়েকের অজ্ঞাতপরিচয় এক শিশুপুত্রকে ট্রেনের কামরা থেকে উদ্ধার করল ডায়মন্ডহারবার জিআরপি থানার রেলওয়ে পুলিশ। উদ্ধার হওয়া শিশুটিকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শিশুটিকে কেউ চুরি করে ট্রেনে পালাচ্ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

Diamond Harbour | newsfront.co
উদ্ধার হওয়া শিশুপুত্র। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা আতঙ্কে শিলিগুড়িতে চিনা পণ্য আমদানি বন্ধ

জানা যায়, বুধবার সন্ধে ছ’টা কুড়ি মিনিটের ডায়মন্ডহারবার লোকাল মগরাহাট স্টেশনে ঢুকতেই ট্রেনের কামরায় থাকা কর্তব্যরত জিআরপি পুলিশের নজরে আসে। প্রায় বছর দেড়েকের এক শিশুপুত্রকে নিয়ে কামরায় যাত্রীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে।

কর্তব্যরত পুলিশকর্মীরা যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারেন ওই শিশুপুত্রের কোনও দাবিদার নেই। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডায়মন্ডহারবার জিআরপি থানায় নিয়ে আসে। রাতেই চিকিৎসার জন্য শিশুটিকে পাঠানো হয় ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে।

জিআরপি থানার মহিলা পুলিশকর্মীরা গরম দুধ নিয়ে হাসপাতালে গিয়ে শিশুটিকে খাওয়ান। সেখানে শিশুটির দেখভালের দায়িত্বে রাখা হয় এক মহিলা পুলিশ কর্মীকেও। এখনও শিশুটি হাসপাতালেই চিকিৎসাধীন।

ডায়মন্ডহারবার জিআরপি থানার অফিসার ইনচার্জ সন্দীপ মল্লিক জানিয়েছেন, শিশুটি উদ্ধারের পর তার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি জানানো হয়েছে চাইল্ডলাইনকেও। শিশুটি পাচারের উদ্দেশ্যে কেউ নিয়ে আসছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। সন্ধান চালানো হচ্ছে শিশুটির অভিভাবকদেরও।

চাইল্ড লাইনের এক আধিকারিক জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হওয়ার পর শিশুটিকে তাঁরা হেফাজতে নিয়ে সরকারি কোনও হোমে পাঠানোর ব্যবস্থা করবেন। এদিকে হাসপাতালে শিশুটিকে ঘিরে রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই শিশুটিকে দেখতে হাসপাতালের শিশু বিভাগে ভিড় জমান তাঁরা। হাসপাতাল কর্মীরাও উদ্ধার হওয়া শিশুটির পরিচর্যায় মেতে উঠেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here