জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
বড়ঞাতে বালবিবাহ রোধে অভিনব উদ্যোগ নিলো স্বেচ্ছাসেবী সংস্থা সিনি ও বড়ঞা প্রশাসন। বিগত প্রায় কয়েক মাস ধরেই বাল্যবিবাহের ঘটনায় প্রশাসনের নজর কেড়েছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লক। সরকারী নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত একের পর এক নাবালিকা বিবাহের ঘটনার জেরে এবার নড়েচড়ে বসলো প্রশাসন।
শুক্রবার বড়ঞা ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং চাইল্ড ইন নিড ইনস্টিটিউট -এর সহায়তায় একটি শিশু সংসদ গঠন করা হলো। এই গঠন সভায় উপস্থিত ছিলেন বড়ঞা বিধান সভার বিধায়ক শ্রী জীবনকৃষ্ণ সাহা, বড়ঞা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, কার্যনির্বাহী সহায়ক, সেক্রেটারি, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বিভিন্ন সংসদ থেকে আগত ২ জন করে শিশু প্রতিনিধি, যারা আগামীদিনে এই শিশু সংসদের সদস্য হবে। এই সংসদের সদস্যরাই ভবিষ্যতে বড়ঞা ১ পঞ্চায়েতের বাল্যবিবাহ, শিশুপাচার , শিশুশ্রম , স্কুলছুট সমস্যা সমাধানের প্রতিবাদী মুখ হয়ে উঠবে।
আরও পড়ুনঃ প্রযুক্তির কারণে মানুষ উন্নয়নের সঙ্গে হারিয়েছে কাজ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584