নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ মেডিকেলের বার্ন ওয়ার্ড থেকে শিশু চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। শনিবার দুপুরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদহ মেডিকেলের কর্তা আধিকারিক থেকে ইংরেজ বাজার থানার পুলিশ।হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন মেডিকেলের কর্তারা।ঘটনায় মেডিকেলের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
হাসপাতাল সুত্রে জানা গিয়েছে মহানন্দাটোলার জগবন্ধুটোলা গ্রামের বাসিন্দা রঞ্জিত মন্ডলের স্ত্রী সঞ্জু দেবি বুধবার সন্ধ্যায় রান্না করতে গিয়ে আগুনে পুড়ে যায়।অগ্নিদগ্ধ হয়ে বর্তমানে ওই গৃহবধূ মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।তার প্রায় এক মাসের একটি পুত্র সন্তান রয়েছে।মা মেডিকেলে ভর্তি থাকায় তার দিদা পুতুল মন্ডল শিশুটিকে নিয়ে হাসপাতালে চলে আসে।কিন্তু সংক্রমণের সম্ভবনায় হাসপাতাল কতৃপক্ষ ওই শিশুটিকে সেখানে রাখতে বারণ করে।কিন্তু পরিবারের লোকেরা কোন কথা শোনেনি।শিশুটির দিদা পুতুল মন্ডল বলেন,শনিবার দুপুরে তার মেয়ে ঘুমিয়ে পড়ে। তার নাতিকে নিয়ে সেখানে বসেছিল। সেই সময় এক অপরিচিত মহিলা তার সঙ্গে ভাব জমায়। দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলে। তাতেই ভরসা পেয়ে দিদা তার ছোট নাতিকে ওই মহিলার কোলে দিয়ে শৌচালয়ে যান। এসে দেখেন ওই মহিলা নেয়। এমনকি তার নাতিকে নিয়ে পালিয়েছে।খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেডিকেল কলেজের কর্তারা। মহিলার কাছে সমস্ত ঘটনা শোনেন। এই বিষয়ে মেডিকেলের এমএসভিপি অমিত কুমার দাঁ বলেন,আমরা বিষয়টি ইংরেজবাজার থানায় জানিয়েছি। মেডিকেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। তবে এখানে মেডিকেল কতৃপক্ষের কোন গাফিলতি নেয়। কারণ বার্ন ওয়াডে ওই শিশুটিকে রাখতে নিষেধ করা হয়েছিল। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হবে।
আরও পড়ুন: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা কর্মীকে বহিষ্কার অনুব্রতর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584