অগাস্ট মাস থেকেই শুরু হতে পারে শিশুদের করোনা টিকাকরণ, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

0
69

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

অগাস্ট মাস থেকে ভারতে শুরু হতে চলেছে শিশুদের করোনা টিকাকরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। জানা গিয়েছে বিজেপি সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর মঙ্গলবারের বৈঠকেই একথা জানিয়েছেন তিনি।

Child covid vaccination | newsfront.co
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

সেপ্টেম্বর মাস থেকে শিশুদের কোভিড টিকা দেওয়া জরুরি বলেছিলেন এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছিলেন জাইডাস ক্যাডিলার শিশুদের টিকার ট্রায়াল সম্পূর্ণ হয়ে গিয়েছে তারা জরুরি ভিত্তিতে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, এছাড়া ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ট্রায়াল সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে এবং ফাইজারের শিশুদের টিকা এফডিএ-এর ছাড়পত্র পেয়েছে ইতিমধ্যেই। কাজেই সেপ্টেম্বর মাস থেকে শিশুদের টিকাকরণ শুরু করতে পারলে তৃতীয় ঢেউয়ের অভিঘাত অনেকটাই এড়ানো যাবে।

আরও পড়ুনঃ করোনায় অনাথ মাত্র ২৭ শিশু! বিশ্বাসযোগ্য নয়, রাজ্যের আইনজীবীকে তীব্র ভর্ৎসনা সুপ্রীম কোর্টের

অগাস্টে শিশুদের টিকাকরণ শুরু হলে তা বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে তৃতীয় ঢেউয়ের আগে করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙা সম্ভব হবে, স্কুল- কলেজ খোলার পরিস্থিতিও তৈরি হবে। জুলাই মাসের প্রথম দিকে টিকা সংক্রান্ত জাতীয় কমিটির প্রধান এনকে আরোরা জানিয়েছিলেন যে, সেপ্টেম্বর থেকে শিশুদের টিকাকরণ শুরু করা হতে পারে।

আরও পড়ুনঃ স্পাইওয়্যারে ফোনে আড়িপাতা বিষয়ে তদন্তের দাবিতে সুপ্রীম কোর্টের দ্বারস্থ দুই বর্ষীয়ান সাংবাদিক

তিনি এও বলেছিলেন যে জাইডাস টিকা দেওয়া হবে ১২ থেকে ১৮ বছর বয়সীদের। এখন তা যদি আরো একমাস এগিয়ে আনা যায় তাহলে তৃতীয় ঢেউয়ের আগে অনেক শিশুকেই টিকার আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এপর্যন্ত ভারতে ৪৪ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্পুর্ন করার লক্ষ্য রয়েছে কেন্দ্রের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here