নিউ নর্ম্যালে বালুরঘাটে খুলতে চলেছে শিশু-উদ্যান

0
217

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

আনলক-৪ নিউ নর্ম্যালে এবার খুলতে চলেছে শিশুদের জন্য বিনোদন পার্ক। আগামী কাল ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বন বিভাগের দ্বারা পরিচালিত শিশু-উদ্যান ফের খুলে দেওয়া হচ্ছে বালুরঘাট শহরের কচি-কাঁচাদের জন্য।

childreen park | newsfront.co
খুলতে চলেছে শিশু- উদ্যান ৷ নিজস্ব চিত্র

যদিও বনবিভাগ পরিচালিত শিশু-উদ্যানের আধিকারিকের দাবি , এই উদ্যানে প্রবেশের জন্য তারা জেলা স্বাস্থ্য বিভাগের থেকে কোভিড বিধির গাইড লাইন অনুযায়ী যাবতীয় স্বাস্থ্যবিধি মূলক ব্যবস্থ্যা গ্রহণের পর এই উদ্যান শিশুদের জন্য খুলে দিচ্ছেন । সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৫ টা অবধি পার্ক খোলা থাকার সিডিউল থাকলেও, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা কাটছাট করলেও করা হতে পারে।

park | newsfront.co
নিজস্ব চিত্র

বন বিভাগের উদ্যান পরিচালনার সাথে যুক্ত ওই আধিকারিকের মতে , গত বছর ২৩ সেপ্টেম্বর এই পার্কে যত জন টিকিট কেটে ঢুকে ছিল ,এবার তার অর্দ্ধেককে আমরা কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পার্কের ভেতর প্রবেশ করার টিকিট দেব। শুধু ওই দিন নয় লকডাউনোত্তর পার্ক ফের খোলার পর থেকে এই নিয়ম বিধি মেনে চলা হবে। তাতে উদ্যানের বেশ কিছু আর্থিক ক্ষতি হলেও শিশু ও অন্যান্যদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি বলে তিনি জানান।

park inside | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি তিনি আরও জানান যে, দীর্ঘদিন পার্ক বন্ধ থাকায় পার্কে বসার জায়গা ও শিশুদের খেলার জায়গা গুলি অস্বাস্থ্যকর হয়ে পড়েছে । সেগুলি সাফাইয়ের কাজ চালানোর পর তা স্যানিটাইজেশন করে তবেই পার্ক খুলে দেওয়া হবে ৷ এরসাথে উদ্যানের গেটে থার্মাল গান দিয়ে চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। কারও যদি ৯৯ ডিগ্রি তাপমাত্রা পাওয়া যায়, তাকে পার্কে ঢুকতে দেওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টিকিট কাটা থেকে পার্কে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে মুখে মাস্ক থাকা আবশ্যিক করা হয়েছে বলে ওই আধিকারিক জানিয়েছেন।

আরও পড়ুনঃ করোনা আবহে পুজোয় ভাটা, দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

গত মার্চ মাস থেকে সারা দেশে লকডাউন শুরুর সময় থেকে শিশুদের বিনোদন পার্ক গুলি বন্ধের নির্দেশ জারি হবার সাথে সাথে বালুরঘাটের এই পার্কটির দরজাও বন্ধ রাখা হয়। দীর্ঘ ছয় মাস পর আনলক ৪ পর্বের নিউ নর্ম্যালের শুরুতে পার্ক খোলার অনুমতি মেলার পর গতকাল সরকারের নিকট থেকে বালুরঘাটে অনুমতি পত্র আসার পর তা ২৩সেপ্টেম্বর থেকে পুনরায় শিশুদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে পুরোটাই স্বাস্থ্য বিধি মেনে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ ভগবানগোলায়

অপরদিকে লকডাউন শুরুর পর থেকে দীর্ঘ ছয় মাস শিশুরাও ঘরবন্দী । স্কুল, পার্ক কোথাও না যাওয়ার ফলে শিশু মনেও বেশ কিছুটা লকডাউনের প্রভাব পড়েছে। বিনোদনের অভাবে শিশুদেরকে বেশ কিছুটা অবসাদে আচ্ছন্ন হতে দেখা গেছে ।

সেদিক দিয়ে বিচার করে দীর্ঘ ছয় মাস পর ঘরবন্দী জীবন কে দূরে ঠেলে ফের বিনোদন পার্কের উন্মুক্ত খোলা হাওয়ায় খেলা- ধুলোর নতুন আনন্দে মেতে ওঠায় কতটা শিশুদের মনের অবসাদ কাটে এখন সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here