বন্ধনে সচেতনতা বাড়াতে রাখী তৈরিতে ব্যস্ত কচিকাঁচারা

0
174

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত নিমতৌড়ি হোমে রাখী তৈরীতে ব্যস্ত কচিকাঁচা থেকে শুরু করে পরিবার-পরিজন৷ হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকী৷ ৯ ই আগস্ট ও ১৫ই আগস্ট স্বাধীনতা আন্দোলনের স্মরণীয় দিন গুলো নিয়ে নতুন নতুন ভাবনায় উদযাপনের মহড়া থাকে রাজ্যবাসীর।

childrens | newsfront.co
চলছে রাখী তৈরির কাজ ৷ নিজস্ব চিত্র

তারই মাঝে ভাতৃত্বের বন্ধনে বিভিন্ন থিমে রাখী তৈরীতে ব্যস্ত থাকতে হয় নিমতৌড়ী হোমের আাবাসিক ও দিব্যাঙ্গদের। সেভ ড্রাইভ সেভ লাইফ, মিশন নির্মল বাংলা, ব্ল্যাক মানি কাটমানি, রক্তদান, কন্যাশ্রী, এবারের রাখী তৈরীতে নতুন থিম আনল করোনা ভাইরাস কোভিড – ১৯।

rakhi | newsfront.co
নানা ধরণের রাখী ৷ নিজস্ব চিত্র

এই থিমে রাখী তৈরীতে এখন ব্যস্ত সাপলা সিকদার, গঙ্গা সামন্ত, প্রতিমা সামন্ত, মালবিকা বেরা, পম্পা দাস, পূজা মাইতি, সীমা কামিল্যা, সুমি সামন্ত, আরও অনেকে। করোনাকে জয় করতে সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন।

four rakhi | newsfront.co
নিজস্ব চিত্র

এই বার্তা নিয়ে এবছর ৫ হাজার রাখী তৈরীতে ব্যস্ত হোমের আবাসিকরা। করোনা ভাইরাসের জন্য যদিও অর্ডার খুবই কম। তবুও এই রাখী স্বাস্থ্য বিধি মেনে পথ চলতি সাধারণ মানুষকে সপ্তাহ ব্যাপী রাখী পরিয়ে ভাতৃত্বের বন্ধনের সাথে সাথে জীবন সুরক্ষার বার্তা পৌঁছে দিতে এখন রাখী তৈরী চলছে জোর কদমে ।

womens | newsfront.co
নিজস্ব চিত্র

বিক্রির জন্য খোলা হয়েছে বিশেষ কাউন্টার, হোম কর্তৃপক্ষের সাধারণ সম্পাদক জানান – “শুধু ভাতৃত্বের বন্ধন নয়, উপার্জন নয়, এখন এই পরিবেশ পরিস্থিতিতে বিশেষ সচেতনতার বার্তা পৌঁছে দেবে এই রাখী।

আরও পড়ুনঃ বাড়িতে পতাকা উত্তোলন করে শতবর্ষ উদযাপনের আবেদন ইস্টবেঙ্গল কর্তাদের

যতদিন না এই করোনা ভাইরাসকে রুখতে ভ্যাকসিন বা ঔষধ বের হচ্ছে ততদিন আমাদের এই থিমে রাখী তৈরীর কাজ চলবে।

স্বাস্থ্য বিধি মেনে এই মহৎ উদ্দেশ্যে রাখী কেনার জন্য আহ্বান জানাচ্ছি। ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাঅশাপাশি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির সহায়ক হবে এই রাখী।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here