নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
করোনার প্রকোপ রুখতে চিন তার ব্যর্থতা স্বীকার করল। এই ব্যর্থতা স্বীকার করেছে খোদ চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে চিনের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছিল। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে যেভাবে বাড়ছে তাতে চিনের নিজস্ব ব্যর্থতা স্বীকার করা ছাড়া অন্য কোনও অজুহাত দেখানোর রাস্তা ছিল না।
জাতীয় গণমাধ্যম সূত্রে পাওয়া খবর, সোমবার রাতের দিকে চিনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে চিনের গাফিলতির বিষয়টি মেনে নেওয়া হয়।
এদিকে চিনের স্বাস্থ্য কমিশন সূত্রে খবর, সোমবার পর্যন্ত করোনোভাইরাসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫। গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। সার্সের(করোনাভাইরাস থেকে সংক্রামিত শ্বাস-প্রশ্বাস জনিত রোগ।
এই রোগ ২০০২ এ চিনে প্রথম দেখা গিয়েছিল এবং কয়েক মাসেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল) থেকেও করোনাভাইরাস যে ভয়াবহ আকার ধারণ করেছে, তা আগেই স্বীকার করেছিল চিনা প্রশাসন। এবার মৃতের সংখ্যার নিরিখে সার্সকে ছাড়িয়ে গেল করোনাভাইরাস। হংকং ছাড়া চিনের মূল ভূখণ্ডে সার্সের জেরে ৩৪৯ জনের মৃত্যু হয়েছিল।
সূত্রের খবর, এখনও পর্যন্ত গোটা চিনে করোনাতে আক্রান্তের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গিয়েছে। আগামী দিনে সেই সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা চিনের। সোমবার নতুন করে ৩,০০০ জনের দেহে এই ভাইরাসের খোঁজ মিলেছে। এর মধ্যে শুধুমাত্র ২,৩৪৫ জনই হুবাই প্রদেশের বাসিন্দা। শেষ পাওয়া খবরে মাত্র ১০১ জন আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584