নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত এক ওয়াবিনারে কার্যত ভারতের দুর্বলতা মেনে নিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত বললেন, চীন ভারতের ওপর সাইবার হানা আনতে সক্ষম। যার ফলে ভারতের বহু গুরুত্বপূর্ণ সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে।
বুধবার এই ওয়াবিনারে এমন আশঙ্কার কথা জানালেন রাওয়াত। তিনি বলেন, সাইবার ক্ষেত্রে ভারত কিছুটা হলেও দুর্বল চীনের থেকে।আফগানিস্তান প্রসঙ্গে তিনি বলেন,” তারা সর্বদা চোখ কান খোলা রাখছে আমাদের গতিবিধির ওপর।কিন্ত চীনের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। সেকারণেই আমরা পশ্চিমী দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করছি যাতে আমাদের দুর্বল ক্ষেত্রগুলোতে যথা সম্ভব সাহায্য আমরা প্রয়োজনে পেতে পারি।”
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
সাইবার সুরক্ষার ক্ষেত্রে বিশেষ কিছু সিস্টেম তারা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ সাইবার সুরক্ষা দিতে সক্ষম। এমনকি সশস্ত্র বাহিনীর মধ্যেও সাইবার এজেন্সি গড়ে তুলেছে তারা।প্রতিটি বাহিনীর মধ্যে তাদের নিজস্ব সাইবার এজেন্সি রয়েছে, যাতে কোনো সময় সাইবার হানা হলেও খুব কম সময়ের মধ্যেই তা সামলে নেওয়া সম্ভব হয়।
আমরা যে সব ফায়ারওয়াল তৈরি করেছি সাইবার হানায় সও সুরক্ষাবলয় ভেঙে ফেলা সম্ভব। কাজেই আরো উন্নত প্রযুক্তির দিকে এগোতে হবে আমাদের যা সাইবার হানা প্রতিরোধে সক্ষম বা খুব কম সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584