লাদাখ তিক্ততা! এ বছর দুর্গাপুজোয় উদ্বোধনে বাদ চিনা দূতাবাসের আধিকারিকরা

0
68

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বাঙালীর প্রাণের সেরা উৎসব দুর্গাপুজোয় আমন্ত্রণ থাকে সব জাতির, সব ধর্মের, সব দেশের মানুষজনের। কিন্তু চলতি বছরে হতে চলেছে তাঁর ব্যতিক্রম। কলকাতায় বেশ কয়েক বছর দুর্গাপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে চিনা দূতাবাসের একটা ভূমিকা থাকত।

Embassy | newsfront.co
কলকাতায় চীনা দূতাবাসের অফিস

অতিথি হিসেবে পুজোর উদ্বোধনে হাজির থাকতেন চিনা কনস্যুলেটের আধিকারিক। কিন্তু করোনা ভাইরাস মহামারী এবং লাদাখ তিক্ততা বাঙালির প্রিয় উৎসব থেকে দূরেই রাখছে চিনাদের।

প্রসঙ্গত, জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা ফৌজের আক্রমণ এবং ২০ জওয়ানের শহিদ হওয়া বাঙালি তথা ভারতবাসীর হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। শেষ পর্যন্ত দু’দেশের কূটনৈতিক আবহ উন্নতিতে যুদ্ধ পরিস্থিতি তৈরি না হলেও সেই ক্ষত লেগে রয়েছে বাঙালীর মনেও।

আরও পড়ুনঃ বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে ৩৯ টাকায় ৯০ মিনিটের গঙ্গা ভ্রমণ

তাই এ বছর কলকাতার কোনও দুর্গাপুজোর উদ্বোধনে থাকবেন না চিনা দূতাবাসের কোনও অতিথি। লাদাখের সংঘর্ষের প্রতিবাদ এবং দেশের বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে এ বছর এমনই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার পুজো উদ্যোক্তারা। এভাবেই তাঁরা চিন বিরোধিতার বার্তা পৌঁছে দিতে চান দর্শনার্থীদের কাছে।

আরও পড়ুনঃ হাথরাস গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে সরব মমতা

শুধু তাই নয়, কোনও কোনও পুজোয় ফুটে উঠবে ভারত-চিনের সেই যুদ্ধ আবহের চালচিত্রও। দেশপ্রেমের কাছে কখনও বাণিজ্য বা ব্যবসা বড় হতে পারে না। ইতিমধ্যেই চিনা রেস্তোরাতেও যাতায়াত বন্ধ করেছেন বহু মানুষ। এবার তাই চিনাদের পুজোর তালিকা থেকে বাদ দিয়েই এগোবেন পুজো উদ্যোক্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here