নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আজ মস্কোয় এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ওয়ে ফেংগে। পূর্ব লাদাখ সীমান্তে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনা এই সমস্যা সমাধানে এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
যদিও দু’পক্ষের কেউই এই বৈঠকের আলোচনা বিষয়ে সেভাবে মুখ খোলেননি। ভারতের পক্ষ থেকে বলা হয় তাদের কুড়ি জন সেনা মারা গেছেন চিনের আক্রমণে। ভারতের প্রতিরক্ষা দফতর একটি টুইট করে জানায় দু ঘন্টা কুড়ি মিনিটের এই বৈঠকে আলোচনার সারমর্ম ছিল সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করা।
আরও পড়ুনঃ বিরোধিতা সত্ত্বেও জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের বৈঠকে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়
চিনের প্রতিরক্ষা মন্ত্রক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভারতকে অনুরোধ করা হয়েছে সীমান্তে শান্তি বজায় রাখতে এবং উত্তেজনা মূলক আচরণ যেন তাদের দেশের পক্ষ থেকে না ঘটে। সীমান্তে উত্তেজনার দায় সম্পূর্ণ ভাবে ভারতের সেকথা চিনের তরফে আগে থেকেই বলা হয়েছিল, এবং চিন ভূখণ্ডের এক টুকরো জমিও তারা ভারতকে আর ছাড়বে না।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ও তাঁর দেশ সম্পূর্ণ উদ্যোগ নিতে রাজি ভারত ও চিনের এই দ্বৈরথ মেটাতে। দু’পক্ষের কাছেই তিনি একই বার্তা দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584