পাকিস্তান নয় চিন-ই বড় বিপদ বলেছে সমীক্ষা রিপোর্ট

0
61

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চিন ও পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ আজকে নতুন নয়। তবে এবার এক সমীক্ষায় দেখা গেল, পাকিস্তান নয়, চিন ভারতের জন্য বড় বিপদ। প্রতিবেশীদের মধ্যে কে ভারতের পক্ষে বড় বিপদ? এবিপি-সিভোটারের সমীক্ষায় অংশগ্রহণকারী দেশবাসীর মধ্যে ৬৮ শতাংশই মনে করেন পাকিস্তানের চেয়েও চিন ভারতের জন্য বড় বিপদ।

IND PAK | newsfront.co
ফাইল ছবির কোলাজ

ইন্দো-চিন সীমান্ত বিরোধের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বহীনতাকেই দায়ী করেছে বিরোধী রাজনৈতিকদলগুলি। তবে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে সমীক্ষার ফলাফল নরেন্দ্র মোদীকে স্বস্তি দেবে। অন্যদিকে, গালওয়ান সংঘর্ষের জবাব দিতে ভারত সরকারের পদক্ষেপ কী যথাযথ? এই প্রশ্নের উপর ভিত্তি করে এবিপি-সিভোটারের সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ মনে করেন মোদী সরকারের পদক্ষেপ উপযুক্ত নয়। ৩৯ শতাংশ মনে করেন কেন্দ্রের ভূমিকা সদর্থক।

আরও পড়ুনঃ বেড়েছে দ্বিপাক্ষিক উত্তেজনা,পাক হাইকমিশন দফতর থেকে কর্মী সংকোচন করছে দিল্লি

নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী? প্রশ্ন ছিল এবিপি-সিভোটারের সমীক্ষায়। এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৬১ শতাংশই বলেছেন রাহুল গান্ধীর প্রতি ‘আস্থা নেই’। ১৪.৪ শতাংশ জাতীয় নিরাপত্তার প্রশ্নে কংগ্রেসের উপর আস্থাশীল বলে জানিয়েছেন। ভারতবাসীর কী সত্যিই চিনা পণ্য বয়কট করা উচিত? এবিপি-সিভোটারের সমীক্ষার এই প্রশ্নে অংশগ্রহণকারী ৬৮ শতাংশ চিনা পণ্য বয়কট করা প্রয়োজন বলে মনে করলেও ৩২ শতাংশ বয়কটের বিরুদ্ধে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here