নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের দাপটে নাজেহাল জনজীবন। ক্রমশ বাড়ছে সংক্রামিত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে আবার করোনার নয়া স্ট্রেনও মিলেছে। এই করোনা ভাইরাসেরই উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলকে চীনে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় হতাশ হয়েছেন ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম ঘেব্রেয়াসুস। গতকাল মঙ্গলবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদন এ তথ্য জানায়।
চীনা কর্মকর্তাদের ভাষ্য, ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলের সদস্যদের ভিসা এখন পর্যন্ত অনুমোদন পায়নি। তাই তাঁরা সে দেশে আসতে পারছেন না। তবে চীনের উহানে যাওয়ার উদ্দেশে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলের কয়েকজন সদস্য ইতিমধ্যে তাঁদের যাত্রা শুরু করে দিয়েছেন।
ডব্লিউএইচওর তদন্ত দলকে চীনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এই ঘটনায় সংস্থাটির মহাপরিচালক তাঁর হতাশা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি চীনকে ডব্লিউএইচওর দলটিকে সে দেশে প্রবেশে অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুনঃ করোনা থাবায় পিছালো গ্র্যামি
করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলকে চীনে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় খুবই হতাশ হয়েছেন ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম ঘেব্রেয়াসুস। গতকাল মঙ্গলবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আরও পড়ুনঃ ধর্মান্তরকরণ বৈধতা যাচাই হবে সুপ্রিম কোর্টে, দুই রাজ্য-কেন্দ্রকে নোটিস
ডব্লিউএইচওর প্রধান জানান, এ ব্যাপারে তিনি চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি আবার এ বিষয় স্পষ্ট করছেন যে মিশনটি ডব্লিউএইচও ও আন্তর্জাতিক দলের একটি অগ্রাধিকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584