মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
উত্তপ্ত ভারত-চিন সীমান্ত। মঙ্গলবার সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপরই উপগ্রহ থেকে প্রাপ্ত ছবিতে দেখা গিয়েছে প্যানগং লেক থেকে ২০০ কিমি দূরে তিব্বতের গারি গুনশা বিমান ঘাঁটিতে বড় মাপের নির্মাণ কাজ চালাচ্ছে চিন। সেখানে হাজির বেশ কিছু যুদ্ধবিমানও। এছাড়া আরও একটি ছবি সামনে এসেছে। সেই তৃতীয় ছবিতে কাছ থেকে বিমানবন্দরটিকে দেখা যাচ্ছে। যার প্রধান রাস্তায় চারটি যুদ্ধবিমানকে পাশাপাশি দেখা যাচ্ছে।
মনে করা হচ্ছে ওগুলি চিনের ‘পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স’-এর জে-১১ বা জে-১৬ যুদ্ধবিমান। এই গারি গুনশা বিমানবন্দরের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ১৪,০২২ ফুট উঁচুতে অবস্থিত এই বন্দরটি সেনা ও যাত্রীবাহী বিমান দুইয়ের উড়ানের জন্যই ব্যবহৃত হয়। প্রকৃত সীমান্তরেখার খুব কাছে অবস্থিত এই বিমানবন্দরের একটি সীমাবদ্ধতাও রয়েছে। এতটা উঁচু থেকে এখানে কেবল সীমিত যুদ্ধ সামগ্রী ও জ্বালানিই বহন করা সম্ভব।
এরই মধ্যে চিনা প্রেসিডেন্টের মন্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে। আজ চিনপিং বলেন, ‘‘সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলতে হবে। সে জন্য সামগ্রিক প্রশিক্ষণ জরুরি।’’ চিনের ‘সার্বভৌমত্ব রক্ষা’ এবং ‘দেশের কৌশলগত স্থিতিশীলতার জন্য’ যুদ্ধের প্রস্তুতি রাখতে সেনাকে নির্দেশ দিয়েছেন চিনপিং।
আরও পড়ুনঃ ঠান্ডাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমেরিকা, অভিযোগ চিনের বিদেশমন্ত্রীর
এদিকে, চিন-লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন বাড়ালে ভারতও পাল্লা দিয়ে সেনা মোতায়েন বাড়াবে। বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে সামরিক বাহিনীর শীর্ষকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ভারতের যে পরিকাঠামো উন্নয়নের কাজ নিয়ে চিনা সেনা আপত্তি তুলেছে, তা-ও চালিয়ে যাওয়া হবে।
আরও পড়ুনঃ করোনা রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া বন্ধ রাখতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নয়াদিল্লিতে যখন এই তৎপরতা, তখনই চিনা প্রেসিডেন্ট শি চিনপিং বুধবার সে দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। ‘যুদ্ধের প্রস্তুতি রাখতে চিনা সেনার প্রশিক্ষণ বাড়ানো’-র উপরে জোর দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ৫ ও ৬ মে প্যানগং লেকে ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর ৯মে একটি ভারতীয় টহলদারী দলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চিনা সেনারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584