‘সুন্দর এবং দেখার মতো এক দৃশ্য’- উনিশের মার্কিন কটাক্ষ একুশে ফিরিয়ে দিল চিন

0
99

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

২০১৯ সালে হংকং-এ সরকার বিরোধী বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীরা লেজিসলেটিভ কাউন্সিল কমপ্লেক্স দখল করে নেয়। মার্কিন কংগ্রেসের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি হংকংয়ের বিক্ষোভকে ‘সুন্দর এবং দেখার মতো এক দৃশ্য’ বলে কটাক্ষ করেছিলেন।

Capitol Hill | newsfront.co

বৃহস্পতিবার ক্যাপিটল হিলে রিপাবলিকানদের সংঘর্ষের খবর প্রকাশ্যে আসতেই একই শব্দবন্ধে আমেরিকাকে উত্তর দিল চিন। চিনের শাসক দলের মুখপাত্র গ্লোবাল টাইমসের একটি পোস্টে বলা হয়েছে তাঁরা ন্যান্সি পেলোসির সেই মন্তব্যকেই আমেরিকার এই ঘটনা প্রসঙ্গে ব্যবহার করছে। তারা ও বলে, আমেরিকার এই পরিস্থিতিতে মার্কিন স্পিকার একই উক্তি করেন কি না তা দেখার জন্যও অপেক্ষা করে আছে শি জিনপিংয়ের দেশ।

 

চিনের সোশাল মিডিয়া ব্যবহারকারীরা ইতিমধ্যেই এই ঘটনাকে “যেমন কর্ম তেমন ফল” জাতীয় ঘটনা বলে উল্লেখ করেছেন। তাঁদের অনেকেই আমেরিকার এই ঘটনাকে ‘ঠিক হয়েছে’ বলেও মস্করা করেছেন রীতিমত।

আরও পড়ুনঃ ক্যাপিটল হিল হামলায় নিন্দায় সরব বিশ্ব, ব্যথিত মোদী

উল্লেখ্য, চিনা মিডিয়া সম্পূর্ণ ভাবে সরকারি নিয়ন্ত্রণে, তাই এধরনের মন্তব্যে শি জিনপিংদের সায় আছে বলেই মনে করছেন অনেকে।

এই বিক্ষোভকে সুন্দর দৃশ্য বলে উল্লেখ করেছেন চীনের কলামনিস্ট ইওথ লিগ। চিনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে তিনি এমন মন্তব্য করেছেন, আর সেই মন্তব্য কিছুক্ষণের মধ্যেই পাঁচ হাজার লাইকস ছাড়িয়ে গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here