উহানের করোনা রোগীদের তথ্য দেয়নি চিন, অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

0
83

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনার উৎস সন্ধান করতে কয়েকদিন আগে উহানে গিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিনিধি দল। তারপরেই চিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হু-র এক প্রতিনিধি। জানালেন, করোনা সংক্রান্ত প্রারম্ভিক তথ্য দিতে অস্বীকার করেছিল চিন। হু-’র প্রতিনিধি দল চিনের কাছে প্রথম দিকেই সংক্রমিত রোগীদের তথ্য চেয়েছিল।

China Covid data | newsfront.co
প্রতীকী চিত্র

চিনের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে সংক্রমণ ছড়ানোর পর ১৭৪ জন সংক্রামিতের তথ্য দিতে অস্বীকার করে বেজিং। হু-’র প্রতিনিধি অস্ট্রেলিয়ার সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডমিনিক ডইয়ার এই অভিযোগ তুলেছেন। তিনি বলেন এই তথ্য থেকে জানা যেত, সংক্রমণের প্রথম দিকে রোগীদের কী কী প্রশ্ন করা হয়েছিল, তার উত্তরে তাঁরা কী জানিয়েছিলেন এবং অন্যান্য বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ জাতিসংঘের মহাসচিবের পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অরোরা আকাঙ্ক্ষা

শনিবার তিনি সংবাদসংস্থা রয়টার্সকে সিডনি থেকে ভিডিও কলের মাধ্যমে জানান, সংক্রমণের তদন্তে এগুলি প্রাথমিক পদক্ষেপ। উহানে পরিদর্শনের কারণে বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে আছেন। তাঁর দাবি, হুয়ানানের মাছ বাজার থেকে প্রথম সংক্রামিত রোগীদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলে করোনার উৎস খুঁজে বের করা অনেক সহজ হত।

কেন এই তথ্য দেওয়া হল না, সে বিষয়ে ডইয়ার মন্তব্য করতে চান নি। তবে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন তিনি। আসল কারণ যাই হোক না কেন, এর মূল কিছু রহস্য আছে সে বিষয়ে তিনি নিশ্চিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here