নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কিঞ্চিৎ ভাঁটা পড়েছে ভারত চিন সীমান্ত সমস্যায়। তারই মধ্যে ফের দুশ্চিন্তা বাড়ালো মার্কিন গবেষণা সংস্থার স্টাডি। ম্যালওয়ারের মাধ্যমে ভারতের ক্রিটিকাল পাওয়ার গ্রিড সিস্টেমকে টার্গেট করছে চিন সরকারের সঙ্গে যুক্ত একটি হ্যাকার গ্রুপ, জানিয়েছে একটি মার্কিন সংস্থা। তাদের গবেষণায় প্রকাশ, মুম্বাইয়ে গত বছর ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের নেপথ্যে এই কারণটি থাকতে পারে।
অনলাইনে অবৈধভাবে অনুপ্রবেশ করে এই কাজটি করা হচ্ছে বলে দাবি করেছে রেকর্ডেড ফিউচার নামে একটি ম্যাসাচুসেটস-ভিত্তিক সংস্থা। ভারতের বিদ্যুৎক্ষেত্রকে লক্ষ্য করেই এই কাজ করছে একটি চিনা গোষ্ঠী, এমনটাই দাবি করা হয়েছে গবেষণায়। বড় আকারের স্বয়ংক্রিয় নেটওয়ার্ক ট্র্যাফিক বিশ্লেষণের মাধ্যমে এই কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ওই সংস্থা।
রেকর্ডেড ফিউচার সংস্থার প্রকাশিত রিপোর্টে প্রকাশ একাধিক প্ল্যাটফর্ম ও কৌশল ব্যবহার করে এই কাজ করা হচ্ছে। ২০২০-এর ১২ অক্টোবর মুম্বাইতে হঠাৎ করেই বিশাল বিদ্যুৎ বিপর্যয় হয়। বন্ধ হয়ে যায় সব জরুরি পরিষেবা।
আরও পড়ুনঃ চরম দারিদ্র মুক্ত চিন
ট্রেন চলাচল থেকে শুরু করে সমস্ত অনলাইন পরিষেবা। মারাত্মক ক্ষতি হয় অর্থনৈতিক ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। প্রয়োজনীয় পরিষেবাগুলি চালু করতে অন্তত দুই ঘন্টা সময় লেগেছিল। ঘটনা সম্পর্কে অবহিত করা হয় কেন্দ্রীয় সরকারকেও।
আরও পড়ুনঃ ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, ভর্তুকি বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা
মার্কিন সংস্থার রিপোর্ট প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ২০২০ সালের প্রথম দিকে রেকর্ডেড ফিউচার জানায় ইনসিক্ট গ্রুপ চিনা সরকারের মদতপুষ্ট গোষ্ঠী থেকে ভারতীয় সংস্থাগুলির বিরুদ্ধে সন্দেহভাজন কিছু টার্গেট করে ইনট্রুশন ক্রিয়াকলাপে মাধ্যমে কয়েকটি চক্রের বড় অভিযোগ সামনে এসেছে।
রেকর্ডেড ফিউচারের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের মাঝামাঝি থেকে ভারতের বিদ্যুৎ ক্ষেত্রের একটি বিশাল অংশকে লক্ষ্য করে AXIOMATICASYMPTOTE ব্যবহার করে বিদ্যুৎ সংক্রান্ত খুঁটিনাটি হাতিয়ে নেয় চিন। রিপোর্টে বলা হয়েছে যে দুটি ভারতীয় সমুদ্র বন্দরকেও টার্গেট করেছে চীন সরকারের মদতপুষ্ট ওই হ্যাকার গ্রুপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584