নয়া আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনকে সর্মথন চিপকো নেতা সুন্দরলালের

0
86

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গত শুক্রবার, সুন্দরলাল বহুগুনার পরিবারের তরফে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। ওই ভিডিও বার্তায় বহুগুনা বলেন, ” আমার অকুন্ঠ সমর্থন দেশের অন্নদাতাদের দাবিগুলির প্রতি। তাঁরাই দেশের খাদ্য সুরক্ষার আসল যোদ্ধা, তাঁদের প্রতিটি দাবি ন্যায্য এবং যথার্থ বলেই আমি মনে করি।”

Sunderlal Bahuguna | newsfront.co
সুন্দরলাল বহুগুনা

ঐতিহাসিক চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা ওই ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি দুঃখিত শারীরিক কারণবশত কৃষক আন্দোলনে সশরীরে যোগদান না করতে পারার জন্য। তিনি আরও বলেন, সরকারের উচিত অবিলম্বে এই সংকট শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলা এবং কৃষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া।

আরও পড়ুনঃ বিশেষ মর্যাদাহীন কাশ্মীরের প্রথম নির্বাচনে জয়ী গুপকার জোট, একক বৃহত্তম বিজেপি

তিন নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে রাজধানীর সীমান্তে হাজার হাজার কৃষক অবস্থান করছেন। কেন্দ্র-কৃষক কয়েকদফা বৈঠকেও মেলেনি সমাধান সূত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here