নীতিশকে খুশি করতে বিজেপি জোটধর্ম ভুলছে, দাবি চিরাগের

0
65

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রবিবার লোক জনশক্তি পার্টির সুপ্রিমো চিরাগ পাসওয়ান বিজেপির ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করার তাগিদেই জোটধর্ম মানছে না বিজেপি।

Chirag Paswan | newsfront.co
চিরাগ পাসওয়ান

প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের প্রদর্শনী করতে চান না তিনি। তাঁর বাবা যখন হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় থেকে তাঁর অন্ত্যেষ্টি পর্যন্ত, প্রধানমন্ত্রী তাঁদের জন্য যা যা করেছেন তার জন্য তিনি চির কৃতজ্ঞ। চিরাগ টুইটারে একথা লেখার পর বিহারের রাজনৈতিক চাপান উতর চরমে।

চিরাগের আরও অভিযোগ, নীতীশ কুমার ইচ্ছাকৃতভাবে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করছেন। এদিকে, চিরাগের ধারাবাহিক অভিযোগের ফলে অস্বস্তিতে নীতীশ কুমার এবং জেডিইউ।

আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরের পঞ্চায়েতি রাজ আইন সংশোধন করেছে কেন্দ্র

তারাও স্বাভাবিকভাবেই বিজেপির উপর চাপ সৃষ্টি করছে এলজেপি নিয়ে জোটের অবস্থান স্পষ্ট করার জন্য। চিরাগের প্রতি নরম ভাব বরদাস্ত করবে না বলে জানিয়ে দিয়েছে জেডিইউ। এমনকি এর প্রভাব এনডিএ জোটে পড়তে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে জেডিইউ।

শনিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এনডিএ জোট ক্ষমতায় এলে নীতীশই মুখ্যমন্ত্রী হবেন। নীতীশকে মুখ্যমন্ত্রী করার যে অঙ্গীকার বিজেপি করেছে তা থেকে সরে আসার কোন প্রশ্ন নেই। বিহারে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ডবল ইঞ্জিন সরকার হবে বলে দাবি করেছেন শাহ।

আরও পড়ুনঃ প্রতিবাদ করে জুটলো ‘পাকিস্তানি’ তকমা! অপমানে পদত্যাগ বিজেপি সাধারণ সম্পাদকের

এদিকে চিরাগ পাসওয়ানের ধারাবাহিক আক্রমণ অব্যাহত, রবিবার ও ফের টুইট করে তিনি বলেছেন, বিহার ফার্স্ট ভাবনা জেডিইউ নেতাদের গলার কাঁটা হয়ে গেছর। চিরাগ এও বলেছেন, নিজের জন্য প্রধানমন্ত্রীকে কোনও বিপদের মুখে ফেলতে চান না তিনি। তিনি তাঁর জোটধর্ম পালন করুন।

চিরাগ বলেন যে, প্রয়োজনে তাঁর বিরুদ্ধে একটা-দুটো শব্দও বলতে পারেন প্রধানমন্ত্রী। নীতীশকে খুশি করতে তিনি এটা করতেই পারেন। নীতীশ কুমারের উচিত বিজেপি কর্মীদের ধন্যবাদ জানানো। কারণ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাগ থাকা সত্ত্বেও নিজেদের কর্তব্য পালন করছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর হয়ে বিহারের মানুষের সমর্থন চাইছেন বিজেপি কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here