নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ফের হরিণ ছাড়া হল বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। জানা গিয়েছে, ৭৫ টি স্পটেড ডিয়ার প্রজাতির হরিণ ছাড়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া এলাকায় এই হরিণ গুলো ছাড়া হয়েছে।
জানা গিয়েছে, বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে এই হরিণগুলো আনা হয়েছে।উল্লেখ্য,এর আগেও বক্সা ব্যাঘ্র প্রকল্পতে দুই দফায় প্রায় ২০০ র বেশি চিতল হরিণ ছাড়া হয়।
আরও পড়ুনঃ পূর্ব বর্ধমান জেলায় ৭৮ হাজার একর জমিতে বোরো চাষের জল দেবে ডিভিসি
এবারও ফের চিতল হরিণ ছাড়া হচ্ছে।তবে দিনক্ষণ ঠিক নাহলেও আগামী দিনে বাঘের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে আরও একাধিক পদক্ষেপ নেওয়া হবে বলে বন দপ্তরের কর্তারা জানিয়েছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584