IPL2021: বিশ্বকাপের আগে মানসিকভাবে চাঙা হতে আইপিএল ছাড়লেন গেইল

0
30

শরীয়তুল্লাহ সোহন, স্পোর্টস ডেস্কঃ

জৈব সুরক্ষাবলয়ে থাকার ধকল নিতে না পেরে আইপিএল ছেড়ে যাচ্ছেন ক্রিস গেইল (Chris Gayle)। টানা এমন বলয়ে থাকতে থাকতে ‘অবসাদ’ চলে এসেছে তাঁর। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ খেলার আগে তাই নিজেকে ‘মানসিকভাবে চাঙা’ করতে চান পাঞ্জাব কিংসে খেলা ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। আইপিএলের এই মৌসুমে আর দেখা যাবে না ‘ইউনিভার্স বস’কে, নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস।

Chris Gayle
জৈব সুরক্ষা বলয়ের ধকল সামলাতে IPL থেকে বিরতিতে গেইল

করোনাভাইরাস আসার পর থেকে টানা জৈব সুরক্ষাবলয়ে থেকে খেলে যাচ্ছেন ৪২ বছর বয়সী গেইল। আইপিএলের গত মৌসুমের পর দেশের মাটিতে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পর আবারও আইপিএলের জৈব সুরক্ষাবলয়ে ছিলেন তিনি। টানা বলয়ে থাকার ধকল সামলাতে কয়েকটা দিন ‘মুক্ত’ থাকতে চান তিনি।

করোনাভাইরাস আসার পর থেকেই প্রায় সব সময় জৈব সুরক্ষাবলয়ে থেকে খেলতে হচ্ছে ক্রিকেটারদের। এর মানসিক প্রভাবও স্পষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে। গেইলের আগে ক্রিকেট থেকেই অনির্দিষ্টকালের বিরতিতে গেছেন বেন স্টোকস। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসেননি অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন শীর্ষ সারির ক্রিকেটার।

গেইলের ব্যাপারে এক বিবৃতিতে পাঞ্জাব জানিয়েছে, ‘আইপিএলের বলয় থেকে বেরিয়ে দুবাইয়ে থাকবেন গেইল, জৈব সুরক্ষাবলয়ে থাকার কারণে অবসাদে ভোগা ক্রিস গেইল আইপিএল ছেড়ে যাচ্ছেন। সিপিএলে জৈব সুরক্ষাবলয়ের পর আইপিএলেরও বলয়ে থাকা গেইল মানসিকভাবে নিজেকে চাঙা করতে দুবাইয়ে থাকবেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন।’

বিরতি নেওয়ার কথা ব্যাখ্যা করেছেন গেইল নিজেও, ‘কয়েক মাস ধরে আমি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, সিপিএলের পর আইপিএলের বলয়ে আছি। মানসিক দিক দিয়ে নিজেকে চাঙা করতে চাই আমি। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সহায়তা করার দিকে নজর দিতে চাই বলে দুবাইয়ে বিরতিতে যাচ্ছি। ছুটি দেওয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ। দলের জন্য সব সময়ই শুভকামনা থাকবে আমার।’

আরও পড়ুনঃ বিরাটের বিরুদ্ধে অভিযোগ দুই সিনিয়র ক্রিকেটারের

এ বছর সব মিলিয়ে ৪টি দলের হয়ে ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গেইল। এ সময়ে তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর মাত্র ছয়জন। আইপিএলের পরের অংশে পাঞ্জাবের তিন ম্যাচের দুটিতে ছিলেন গেইল। পয়েন্ট টেবিলে এখন প্রথম ছয়ে আছে ১১টি ম্যাচ খেলা পাঞ্জাব। গেইলের সিদ্ধান্তকে সম্মানই জানিয়েছে পাঞ্জাব।

আরও পড়ুনঃ প্লে-অফে ধোনির সিএসকে

প্রধান কোচ অনীল কুম্বলে বলেছেন, ‘আমি ক্রিসের (গেইলের) সঙ্গে খেলেছি, এরপর পাঞ্জাব কিংসে কোচিং করিয়েছি। আমার জানা মতে সে চূড়ান্ত পেশাদার একজন। দল হিসেবে বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে নেওয়া তার সিদ্ধান্তকে আমরা সম্মান করি।’

১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে এখনকার চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর, গতবারের রানার্সআপ ইংল্যান্ডের বিপক্ষে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here