বস গেইল আছেন নিজের মেজাজে

0
109

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলেতে নেমেই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইলের ব্যাটে ঝড়। অর্ধশতরান করলেন তার পুরোনো আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবকে জয়ের সরনীতে ফিরতেও সহযোগিতা করলেন তিনি।

সেইসঙ্গে একটা বড়সড় রেকর্ডের মালিকও হলেন ইউনিভার্সাল বস। টি ২০ ক্রিকেটে শুধু বাউন্ডারি ও ওভারবাউন্ডারির সাহায্যেই মোট ১০ হাজার রান সংগ্রহের বিরল নজির গড়লেন তিনি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। টি ২০ ক্রিকেটে এই জামাইকান তারকা এখনও পর্যন্ত ১০২৭ টি বাউন্ডারি ও ৯৮২ টি ওভারবাউন্ডারি হাঁকিয়েছেন।

চলতি আইপিএলে আট বছর পর তিন নম্বরে ব্যাট করতে নামেন গেইল। এর আগে শেষ বার ২০১২ সালে বেঙ্গালুরুর হয়ে খেলতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। জীবনে ৩৯৭ ইনিংসের মধ্যে মাত্ৰ ছয় বার তিন নম্বরে নামলেন।

আরও পড়ুনঃ অধিনায়ক পদ থেকে সরলেন ডিকে, দায়িত্বে এলেন মর্গ্যান

৪৫ বলে ৫৩ রান করেন গেইল। শুরুতে একটু নড়বড়ে ব্যাটিং করলেও পরে স্বমেজাজে ফিরে আসেন। এই ইনিংস পাঁচটি ওভারবাউন্ডারি মেরে আরও একটি নজির গড়লেন তিনি। আইপিএলের ইতিহাসে ক্রিস গেইল প্রথম ব্যাটসম্যান হিসেবে ২৭ বার কোনও ইনিংসে পাঁচ বা তার বেশি ওভারবাউন্ডারি গেইল হাঁকালেন।

আইপিএলে এখনও পর্যন্ত গেইলের মোট ওভারবাউন্ডারির সংখ্যা ১২৬ ম্যাচে ৩৩১। এদিকে অর্ধশত রান করে নিজের ব্যাট দেখান যেখানে লেখা তাকে যে নামে ডাকা হয় সেই ইউনিভার্সাল বস তিনি সাংবাদিক সম্মেলনে জানান,’ওটা দেখলাম ইউনিভার্সসাল বসের নামের সম্মানটা দিলাম, আর আমি চাপে ছিলাম না একদমই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here