সুদীপ পাল,বর্ধমানঃ

শহর জুড়ে ছুটির আমেজ।কিন্তু সেই ছুটিকে স্মরণীয় করে রাখতে একটি ভিন্ন পদক্ষেপ গ্রহণ করলো বর্ধমানের একটি ক্লাব। বর্ধমান শহরের ইছলাবাদ কিরণ সংঘের উদ্যোগে পথ শিশু সহ ভবঘুরেদের বড়ো দিনের উপহার প্রদান করা হলো নিজেদের সামর্থ্য অনুযায়ী।বর্ধমান রেল স্টেশন থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে বিলি করা হল উপহার।
কি বলছেন এই ক্লাবের সদস্যরা?তাঁরা বলছেন, মানুষের মুখে হাসি ফোটাতে চেয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।ভবঘুরেদের কোন সম্মান নেই। ভবঘুরেদের কেউ দেখার নেই।সেই তাদেরকে একটি দিনও যদি সেবা দেওয়া হয় তাহলে তা স্মরণীয় হয়ে থাকবে।সেই সাথে তাঁরা এটি উল্লেখ করছেন যে, বহু মানুষ আছেন যারা আজকের এই বড়দিনে একটুকু কেনার মত সামর্থ্য নেই।তাদের কথা ভেবে বর্ধমান স্টেশন থেকে শহরের বিভিন্ন জায়গায় চকলেট, কেকও প্রদান করা হয়েছে।উপহার পেয়ে খুশি সবাই।তাঁরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বর্ধমানবাসীও এই ধরনের উদ্যোগ পরবর্তীতে আরো নেবে এই ক্লাব এমনটাই আশা করছেন।
আরও পড়ুন: রন্ধনে সমাপন রেজিনগর কৃষিমেলা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584