নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ভোটের আগেই মুখ্যমন্ত্রীর চাকরির আশ্বাস দিয়েছেন জন সাধারণ কমিটি সাজাপ্রাপ্ত নেতা ছত্রধর মাহাতো বড় ছেলে ধৃতিপ্রসাদ মাহাতা কে। ভোট মেটাতে না মিটিতে রক্ষা হল সেই প্রতিশ্রুতি। গত শুক্রবার বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের লালগড় শাখার চাকরিতে যোগ দিয়েছেন ধৃতিপ্ৰসাদ। ছত্রধরের ছেলেকে তড়িঘড়ি চাকরি দেওয়ায় অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল।
তবে তৃণমূলের ঝাড়গ্রাম জেলা সভাপতি অজিত মাইতি বলেন,” মুখমন্ত্রী যে কথা দিয়েছিলেন তা রাখলেন।”গতকাল ধৃতিপ্রসাদ চাকরিতে যোগ দেন। জানা গেছে, তাঁর ভাই দেবীপ্রসাদ মাহাতকেও চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি কিছুদিন আগেই সিনিয়র কনস্টেবল পদে চাকরির ফর্ম ফিলাপ করেছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584