ইন্টার স্কুলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিজয়ী চুয়াডাঙ্গা হাইস্কুল

0
194

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

আট দলীয় ইন্টারস্কুল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জিতল চুয়াডাঙ্গা হাইস্কুল।পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের মহতাবপুর যুবসংঘের উদ‍্যোগে যুবসংঘের মাঠে সোমবার বিকেলে শুরু হলো আট দলীয় ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা।এদিন বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠের (বালক) প্রাক্তন ক্রীড়া শিক্ষক তথা জেলা স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমীর অন‍্যতম কর্মকর্তা শক্তিপ্রসাদ মিত্র।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন যুব সংঘের সভাপতি সাধন চন্দ্র দে, সম্পাদক সমীরণ মজুমদার, চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা , টাউন স্কুলের ক্রীড়া শিক্ষক অরূপ জানা প্রমুখ বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ। প্রথম ম্যাচে মুখোমুখি হয় মেদিনীপুর টাউন স্কুল (বয়েজ) ও চুয়াডাঙ্গা হাইস্কুল।

নিজস্ব চিত্র

যোগদানকারী অন্যান্য স্কুলগুলি হলো রামকৃষ্ণ মিশন বিদ‍্যাভবন, মেদিনীপুর কলিজিয়েট স্কুল, নির্মল হৃদয় আশ্রম,বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ, পাকুড়িয়া হাইস্কুল ও মোহনানন্দা হাইস্কুল। ক্লাবের পক্ষে চন্দন প্রধান জানান খেলা গুলি নক্ আউট পর্যায়ে হবে এবং ফাইনাল হবে ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। ছাত্রদের উৎসাহ দিতে অন‍্যান‍্য দর্শকদের পাশাপাশি উভয় স্কুলের বেশকিছু শিক্ষক- শিক্ষিকা ও ছাত্ররা উপস্থিত ছিল। সোমবারের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয়ার্ধে ওবায়েদুল্লা খাঁনের করা একমাত্র গোলে চুয়াডাঙ্গা হাইস্কুল ১-০ গোলে টাউন স্কুলকে পরাস্ত করে।

নিজস্ব চিত্র

চুয়াডাঙ্গার হয়ে দাপিয়ে খেললো রাজবুল,শাহবাজ, ফারুক,সারিফুল, ওবায়েদুল্লা কাইফ বিশ্বাস ,কাইফ খাঁন, ওয়াসিম,সিরাজ, আশরাফুলরা।ছাত্রদের সাফল্যে খুশি চুয়াডাঙ্গা দলের প্রশিক্ষক শিক্ষক মুস্তাক আলি ও সহকারী প্রশিক্ষক রবীন্দ্রনাথ মিদ‍্যাসহ গোটা স্কুল।বিদ‍্যালয়ের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া জানান টুর্নামেন্টের পরবর্তী খেলা গুলিতে তাঁদের টিমের আরও ভালো পারফরমেন্সে বিষয়ে তাঁরা আশাবাদী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here