মণীশ শুক্লা খুনে পাঞ্জাব থেকে সিআইডির হাতে গ্রেফতার আরও ২ শার্প শ্যুটার

0
82

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মণীশ শুক্লা খুনে যে বিহারের যোগাযোগ রয়েছে, এমন ঘটনা আগেই আন্দাজ করে বিহারে পাড়ি দিয়েছিলেন সিআইডি গোয়েন্দারা। সেখান থেকে এক বিশেষ সূত্রে খবর পেয়ে সিআইডির একটি দল সোজা চলে যায় পাঞ্জাবে। সেখান থেকেই গ্রেফতার হল আরও ২ শার্প শ্যুটার। ধৃতদের নাম সুজিত রাই এবং রৌশন যাদব। দুই জনেরই বয়স ২৫-এর মধ্যে বলে সিআইডি সূত্রের খবর।

Criminal | newsfront.co
ধৃতরা। নিজস্ব চিত্র

শুক্রবার দুপুরে এই ২ কুখ্যাত দুষ্কৃতীকে পাঞ্জাব থেকে গ্রেফতার করে নিয়ে এসে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে সিআইডি। এদিন বিচারকের সামনে তাদের টি আই প্যারেডের অনুমতি চেয়ে নিয়ে যাওয়া হয়। শনিবার রৌশন ও সুজিতের টি আই প্যারেড করানো হবে। তারপর সিআইডি তাদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে।

আরও পড়ুনঃ বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ! রাজাবাজার মামলায় কলকাতা পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

জানা গেছে, এখনও পর্যন্ত মণীশ শুক্লা হত্যা কান্ডের ঘটনায় সিআইডির হাতে ৩ জন শ্যুটার গ্রেফতার হয়েছে। মণীশ খুনের ঘটনায় মোট ৬জন শ্যুটার ভাড়া করা হয়েছিল । তাদের মধ্যে ৩ জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বলে সিআইডি সূত্রের খবর।

আরও পড়ুনঃ আলকায়দা থেকে আইনশৃঙ্খলা শাহকে একগুচ্ছ নালিশ ধনকড়ের

যদিও এই গ্রেফতারের ঘটনায় খুশি নয় বিজেপি। ব্যারাকপুরের বিজেপি নেতা তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য বলেন, “সিআইডি সঠিক ভাবে তদন্ত করছে না। ৩ জন শ্যুটার গ্রেফতার হলেও এফআইআর যে সব শীর্ষ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে হয়েছে, তারা বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছে, পুজো উদ্বোধন করে বেড়াচ্ছে। তৃণমূল পুর-প্রশাসকদের নাম এফআইআরে থাকলেও তাদের সামান্য জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। আর এখন ভিনরাজ্য থেকে শার্প শ্যুটার গ্রেফতার করে নজর ঘোরাতে চাইছে শাসক দল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here