নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
হেমতাবাদের বিধায়কের মৃত্যু রহস্য মামলায় সিআইডি ৩০২ ধারায় মামলা রুজু করে ধৃত নিলয় সিংহ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে। এই ৩০২ ধারায় মামলা করায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা পুলিশ।কারন প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিল, দেবেনবাবু আত্মহত্যা করেছেন। এমনকি, ময়না তদন্তের রিপোর্টেও গলায় ফাঁসের কারনে বিধায়কের মৃত্যু হয়েছে, তা উল্লেখ করা হয়েছে।
যদিও দেবেন বাবুর পরিবার ও বিজেপির পক্ষ থেকে এই মৃত্যুকে খুন বলে দাবি করা হয়েছে। এবার সিআইডি ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করে সেই দাবিকে অনেকটাই প্রতিষ্ঠা করে দিয়েছে। মঙ্গলবার নবান্নে বসে স্বরাষ্ট্রসচিব বলেছিলেন, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়।
আরও পড়ুনঃ বিধায়ক হত্যায় ধৃত নিলয়কে আদালতে পেশ সিআইডি- র
বুধবার সেই পথেই তদন্ত শুরু করল সিআইডি। স্বরাষ্ট্রসচিব বা পুলিশ সুপার তড়িঘড়ি আত্মহত্যা প্রমাণে মরিয়া হয়ে উঠলেও চাপের মুখে ৩০২ ধারাতেই মামলা রুজু করতে হল তদন্তকারীদের।ধৃত নিলয় সিংহকে আদালতে পেশ করে তাঁকে ১০ দিনের হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা। মৃত্যুর সময় দেবেনবাবুর জামার পকেট থেকে পাওয়া সুইসাইড নোটে তাঁর নাম রয়েছে বলে দাবি পুলিশের।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত কর্মী, ১০ দিন বন্ধ পশ্চিমবঙ্গ বিধানসভা: স্পিকার
বিধায়কের স্ত্রীর দায়ের করা অভিযোগেও তাঁদের নাম রয়েছে বলে জানা গিয়েছে। যদিও ধৃত নিলয়বাবুর দাবি, তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। বিধায়কের মৃত্যু নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে পুলিশ বা সিআইডি মুখ খুলতে চায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584